নেইমারদের বিপক্ষে ‘দ্বিধাহীন’ খেলার বার্তা মুলারের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Aug 2020 07:14 PM BdST Updated: 23 Aug 2020 01:29 AM BdST
ব্যক্তিগত-দলগত, দু’ভাবেই দারুণ মৌসুম কাটাচ্ছেন টমাস মুলার। বায়ার্ন মিউনিখের হয়ে বুন্ডেসলিগা জয়ের পথে গড়েছেন সর্বোচ্চ (২১টি) অ্যাসিস্টের রেকর্ড। জিতেছেন জার্মান কাপও। এবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের দোরগোড়ায় দাঁড়িয়ে বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড সতীর্থদের দিলেন দ্বিধাহীন চিত্তে খেলার বার্তা।
লিসবনে বাংলাদেশ সময় রোববার রাত একটায় পিএসজির মুখোমুখি হবে বায়ার্ন। ২০১৩ সালের পর প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুট জিততে মুখিয়ে আছে জার্মানির দলটি।
প্রতিযোগিতাটির ২০১২ সালের ফাইনালে চেলসির বিপক্ষে গোল করেও দলকে জেতাতে পারেননি মুলার। ১২ মাস পরই অবশ্য লিগ প্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে পঞ্চম ও নিজেদের সবশেষ ইউরোপিয়ান শিরোপা জেতে বায়ার্ন। ওয়েম্বলির সেই ফাইনালে অবশ্য গোল পাননি মুলার।
উয়েফাকে দেওয়া সাক্ষাৎকারে শুক্রবার ফাইনাল নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন ৩০ বছর বয়সী মুলার। অতীত পরিসংখ্যান যে খুব একটা প্রভাব ফেলবে না, মনে করিয়ে দেন তা।
“গত কয়েক মাসে আমি যেমন খেলেছি সেভাবে খেলে এবং সবাইকে সু-সংগঠিত করে দলকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারি। ২০১২ ও ২০১৩ সালের সঙ্গে বর্তমানের কোনো মিল নেই। আগেরটা ছিল পুরোপুরি ভিন্ন একটা দল এবং ভিন্ন কন্ডিশন।”
“ফুটবলের আবহ সবসময় দ্রুত বদলায়। অভিজ্ঞতা থেকে আমরা কেবল একটা বিষয় শিখতে পেরেছি, সেটা হচ্ছে বিশেষ করে বড় ম্যাচে যে কোনো সময় যে কোনো কিছু সম্ভব।”
এজন্য সব চিন্তা ভুলে উপভোগের মন্ত্রে বিশ্বাসী মুলার। দ্বিধা ভুলে পিএসজির বিপক্ষে নিজেদের মেলে ধরার বার্তা দিলেন এই জার্মান ফরোয়ার্ড।
“ম্যাচে ৯০ মিনিট অনেক লম্বা সময় মনে হয়, অথচ এটা দ্রুত শেষ হয়ে যায়…আমাদের সবকিছু উজাড় করে দিতে হবে এবং কোনো দ্বিধায় থাকা যাবে না।”
“আমাদের অবশ্যই ম্যাচের গুরুত্ব সম্পর্কে চিন্তা না করে বরং সেটাকে উপভোগ করতে হবে। রোববারের ম্যাচের জন্য এটাই আমার বার্তা।”
-
মারিয়া-কৃষ্ণাদের তৃপ্তি-অতৃপ্তি
-
১৭টি কর্নার পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ ছোটনের
-
‘সুযোগ কাজে লাগিয়ে’ দিবালাকে ইন্টারে চান মিলিতো
-
দ্বিতীয় ম্যাচে ড্র করে সিরিজ জিতল বাংলাদেশ
-
দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে কিংসের জয়
-
বিশ্বকাপে খেলা নিয়ে নিশ্চিত নন দি মারিয়া
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
টিভিতে আজ
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘মাদারীপুর এত কাছে!’
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই