করোনাভাইরাসে আক্রান্ত আর্জেন্টাইন ফুটবলার

ভালেন্সিয়ার আর্জেন্টাইন ডিফেন্ডার এসেকিয়েল গারায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই প্রথম লা লিগার কোনো ফুটবলারের শরীরে এই ভাইরাস ধরা পড়ল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2020, 02:32 PM
Updated : 16 March 2020, 02:35 PM

স্প্যানিশ ক্লাবটি রোববার জানায়, গারায়সহ তাদের পাঁচ খেলোয়াড় ও স্টাফের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তবে তারা সবাই ভালো আছে এবং অন্যদের থেকে আলাদা আছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
 
চোটের কারণে আগেই মৌসুম শেষ হয়ে যাওয়া ৩৩ বছর বয়সী গারায় ইনস্টাগ্রামে হতাশা প্রকাশ করেছেন। 
 
“এটি পরিষ্কার যে আমি দুর্ভাগ্য নিয়ে ২০২০ সাল শুরু করেছি। আমি খুব ভালো আছি। অবশ্যই স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে হবে এবং আলাদা থাকতে হবে।”
 
রিয়াল মাদ্রিদের একজন বাস্কেটবল খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাস ধরা পড়ায় গত বৃহস্পতিবার ক্লাবটির সব খেলোয়াড়কে কোয়ারেন্টিনে রাখা হয়। এর পরপরই লা লিগা স্থগিত করে দেয় কর্তৃপক্ষ।
 
ইউরোপে ইতালির পর করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সবচেয়ে বাজে পরিস্থিতিতে পড়েছে স্পেন। এর আগে ইতালিয়ান সেরি আর বেশ কয়েকজন ফুটবলারের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।