সমীহ করেই মেসিকে আটকানোর পণ রামোসের

এল ক্লাসিকোর আগে প্রতিপক্ষ দলের তারকা ফরোয়ার্ড লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ হলেন সের্হিও রামোস। জানালেন, তার দৃষ্টিতে মেসি ‘অন্যতম সেরা’ ফুটবলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Feb 2020, 10:53 AM
Updated : 29 Feb 2020, 10:53 AM

লা লিগায় আগামী রোববার রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে মুখোমুখি হবে দুই দল। ২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল।

প্রশংসা করলেও ক্লাসিকোর দিনটি মেসির হবে না বলে আশা রামোসের। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ভালো ফল পাওয়ার ব্যাপারেও আশাবাদী এই স্প্যানিশ ডিফেন্ডার।

“আমি মনে করি, সে ইতিহাসের অন্যতম সেরা একজন খেলোয়াড় এবং তার প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে। আশা করি রোববারের দিনটি তার নয়।”

“একজন পেশাদার খেলোয়াড় হিসেবে আমি তাকে শুভকামনা জানাই কিন্তু সেটা কেবল তখনই, যতক্ষণ তা আমাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না। তার প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা আছে। আমি মনে করি সে অন্যতম সেরা।”