ইংল্যান্ড দলে ৪ নতুন মুখ

ইংল্যান্ড জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার অ্যারন ওয়ান-বিসাকা ও লেস্টার সিটির মিডফিল্ডার জেমস ম্যাডিসন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2019, 02:55 PM
Updated : 29 August 2019, 06:00 PM

আগামী মাসে বুলগেরিয়া ও কসোভোর বিপক্ষে হতে যাওয়া ইউরো ২০২০ বাছাইপর্বের দুটি ম্যাচের দলে আরও ডাক পেয়েছেন এখনও আন্তর্জাতিক ফুটবলে অভিষেক না হওয়া অ্যাস্টন ভিলার টাইরন মিঙ্গস ও চেলসির মিডফিল্ডার ম্যাসন মাউন্ট।

এবারের গ্রীষ্মে ক্রিস্টাল প্যালেস থেকে ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দেওয়া ফুল-ব্যাক ওয়ান-বিসাকা গত জুনে হওয়া অনুর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড দলের সদস্য ছিলেন।

দলে ফিরেছেন সম্প্রতি টটেনহ্যাম হটস্পার থেকে আতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়া রাইট-ব্যাক কিয়েরন ট্রিপিয়ার, টটেনহ্যামের মিডফিল্ডার হ্যারি উইঙ্কস ও লিভারপুলের অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইন।

জায়গা হয়নি ম্যানচেস্টার সিটির ফুল-ব্যাক কাইল ওয়াকারের।

আগামী ৭ সেপ্টেম্বর বুলগেরিয়ার বিপক্ষে খেলার তিন দিন পর কসোভোর মুখোমুখি হবে ইংল্যান্ড। দুটি ম্যাচই নিজেদের মাঠে খেলবে গ্যারেথ সাউথগেটের দল।

বাছাইপর্বের 'এ' গ্রুপে দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড।