ফ্রান্স দলে নতুন মুখ ইকোনে

ফ্রান্স জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন লিলের ফরোয়ার্ড জোনাতঁ ইকোনে। ডাক পেয়েছেন আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের অপেক্ষায় থাকা ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার এমেরিক লাপোর্তও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2019, 03:37 PM
Updated : 29 August 2019, 06:01 PM

চোট পাওয়া পিএসজির ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের জায়গায় অ্যান্ডোরা ও আলবেনিয়ার বিপক্ষে আগামী মাসে হতে যাওয়া ইউরো ২০২০ বাছাইপর্বের ম্যাচের দলে সুযোগ পেয়েছেন ২১ বছর বয়সী ইকোনে। এর আগে জাতীয় দলে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি ২৫ বছর বয়সী লাপোর্ত।

চোট সমস্যায় দলে নেই আর্সেনালের স্ট্রাইকার আলেকসঁদ লাকাজেত, ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড অঁতনি মার্সিয়াল ও টটেনহ্যাম হটস্পারের তঙ্গি দোম্বেলে। গত বছর রাশিয়ায় বিশ্বকাপ জয়ী দলের সদস্য বার্সেলোনার ডিফেন্ডার সামুয়েল উমতিতিও ডাক পাননি।

আগামী ৭ সেপ্টেম্বর আলবেনিয়ার বিপক্ষে খেলার তিন দিন পর অ্যান্ডোরার মুখোমুখি হবে ফ্রান্স। দুটি ম্যাচই নিজেদের মাঠে খেলবে দিদিয়ে দেশমের দল।

বাছাইপর্বের 'এইচ' গ্রুপে চারটি ম্যাচ খেলে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়নরা।