ইন্টারকে হারাল ইউভেন্তুস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Dec 2018 03:27 AM BdST Updated: 08 Dec 2018 03:40 AM BdST
লিগ শিরোপা ধরে রাখার অভিযানে ছন্দে ছুটে চলা ইউভেন্তুস দারুণ এক জয় পেয়েছে। মারিও মানজুকিচের একমাত্র গোলে ইন্টার মিলানকে হারিয়েছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।
ইউভেন্তুস স্টেডিয়ামে শুক্রবার রাতে সেরি আয় ১-০ গোলের জয়ে দ্বিতীয় স্থানে থাকা নাপোলির চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেছে শিরোপাধারীরা। আর এই হারে শিরোপা লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়ল ইন্টার।
ম্যাচের প্রথম উল্লেখযোগ্য সুযোগটি দশম মিনিটে পায় ইউভেন্তুস। বাঁ দিক থেকে ক্রিস্তিয়ানো রোনালদোর ক্রস ডি-বক্সের মাঝ বরারবর পেয়ে হেড করেন পাওলো দিবালা। বল গোলরক্ষকের আঙুল ছুঁয়ে ক্রসবারের একটু উপর দিয়ে চলে যায়।
২৯তম মিনিটে ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হয় অতিথিরা। ইতালিয়ান মিডফিল্ডার রবের্তো গালিয়ার্দিনির শট গোলরক্ষককে পরাস্ত করলেও পোস্টে লেগে ফেরে। ৩৬তম মিনিটে জর্জো কিয়েল্লিনির হেড ঝাঁপিয়ে ঠেকান ইন্টারের স্লোভেনিয়ান গোলরক্ষক সামির হান্দানোবিচ।

শেষ দিকে গোল পেতে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ করতে থাকে ইন্টার। কিন্তু ইউভেন্তুসের জমাট রক্ষণই ভাঙতে পারেনি ১৮ বারের লিগ চ্যাম্পিয়নরা।
১৫ ম্যাচে ১৪ জয় ও এক ড্রয়ে শীর্ষে থাকা ইউভেন্তুসের পয়েন্ট হলো ৪৩। ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা নাপোলি।
১৫ ম্যাচে ৯ জয় ও দুই ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইন্টার।
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের নুরুল আমিন ও স্ত্রী গ্রেপ্তার
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন