২০২৩ পর্যন্ত চেলসিতে কঁতে

চেলসির সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করেছেন এনগোলো কঁতে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে ২০২৩ সাল পর্যন্ত থাকবেন ফরাসি এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2018, 10:42 AM
Updated : 23 Nov 2018, 10:42 AM

২০১৬ সালের জুলাইয়ে লেস্টার সিটি থেকে স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দেওয়া ২৭ বছর বয়সী এই ফুটবলার এ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির হয়ে ৮১ ম্যাচ খেলে তিনটি গোল করেছেন।

প্রথম মৌসুমেই চেলসির হয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ী কঁতে ২০১৭ সালে প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের সদস্য ফুটবলারদের ভোটে ইংলিশ ফুটবলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। একই বছর ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) ভোটেও ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার হন তিনি।

চুক্তির পর চেলসিতে নিজের সুন্দর সময় কাটানোর কথা জানান কঁতে।

“সুন্দর দুটি বছর কেটেছে। আশা করি, আরও সুন্দর সময় আসবে।”

“এখানে আসার পর থেকে আমি একজন খেলোয়াড় হিসেবে নিজের উন্নতি করেছি। নিজেকে চ্যালেঞ্জ জানিয়েছি এবং কিছু পুরস্কার জিতেছি যা আমি কখনো ভাবিনি।”

“আমি শহরটাকে পছন্দ করি, ক্লাবটাকেও। আরও বেশি সময়ের জন্য আমি এখানে থাকতে পেরে খুশি।”

ফ্রান্সের হয়ে ৩৬টি ম্যাচ খেলা কঁতে রাশিয়া বিশ্বকাপে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।