ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের হোঁচট
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Sep 2018 10:26 PM BdST Updated: 22 Sep 2018 11:17 PM BdST
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই জয়ের পর পয়েন্ট হারাল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিযোগিতার সফলতম দলটিকে রুখে দিয়েছে নবাগত উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স।
ওল্ড ট্র্যাফোর্ডে শনিবারের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
এর আগে লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সঙ্গেও ড্র করেছিল উলভারহ্যাম্পটন। তাদের মাঠে ওই ম্যাচও ১-১এ শেষ হয়েছিল। এ নিয়ে টানা চার ম্যাচে অপরাজিত রইল চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে উঠে আসা দলটি।
ষোড়শ মিনিটেই এগিয়ে যেতে পারত অতিথিরা। ফরাসি ডিফেন্ডার উইলি বলির খুব কাছ থেকে নেওয়া হেড দারুণ দক্ষতায় রুখে দেন দাভিদ দে হেয়া।
দুই মিনিট পর স্বাগতিকদের এগিয়ে নেন ফ্রেদ। পল পগবার পাস পেয়ে ডান পায়ের জোরালো নিচু শটে ইউনাইটেডের হয়ে নিজের প্রথম গোলটি করেন ব্রাজিলের এই মিডফিল্ডার।

বিরতির পর ৫২তম মিনিটে সমতায় ফেরে উলভারহ্যাম্পটন। হেলদের কস্তার কাটব্যাকে বল পেয়ে জোয়াও মৌতিনিয়োকে বাড়ান রাউল হিমিনেস। ডি-বক্সের ঠিক বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে দে হেয়াকে ফাঁকি দেন পর্তুগালের মিডফিল্ডার মৌতিনিয়ো।
ছয় ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে জোসে মরিনিয়োর দলের পয়েন্ট হল ১০। সমান ম্যাচে দুই জয় ও তিন ড্রয়ে উলভারহ্যাম্পটনের সংগ্রহ ৯ পয়েন্ট।
সাউথ্যাম্পটনকে ৩-০ গোলে হারিয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে লিভারপুল।
আর কার্ডিফ সিটিকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যানচেস্টার সিটি ১৬ পয়েন্ট নিয়ে উঠেছে দ্বিতীয় স্থানে।
এক ম্যাচ কম খেলা চেলসি ১৫ পয়েন্ট নিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে।
-
ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
-
বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
-
ফেদেরারের ‘র্যাঙ্কিং সেরার রেকর্ড’ ছুঁলেন জোকোভিচ
-
টিভিতে আজ
-
বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
-
বিশ্বকাপ বাছাইয়ে ‘হোম ম্যাচই’ থাকছে না বাংলাদেশের!
-
ফয়সালের দারুণ গোলে ব্রাদার্সের প্রথম জয়
-
আয়োজক হতে পারল না বসুন্ধরা কিংস, এএফসি কাপ মালদ্বীপে
সর্বাধিক পঠিত
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- বিদেশিদের উদ্বেগ ‘তাজ্জবের’ ব্যাপার: পররাষ্ট্রমন্ত্রী
- খুলনায় এক লাখ ৩০ হাজার টাকায় একটি কৈবল মাছ বিক্রি