লেস্টারের মাঠে লিভারপুলের জয়

লিগে টানা তিন ম্যাচ জাল অক্ষত রাখার পর চরম এক ভুল করে বসলেন ব্রাজিলের আলিসন। তবে তাতে লিভারপুলের জয়রথ থামেনি। সাদিও মানে ও রবের্তো ফিরমিনোর গোলে লেস্টার সিটিকে হারিয়েছে লিভারপুল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2018, 01:34 PM
Updated : 1 Sept 2018, 07:17 PM

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার স্থানীয় সময় দুপুরে শুরু হওয়া ম্যাচটি ২-১ গোলে জিতেছে লিভারপুল।

লেস্টারের মাঠে শুরুটা দারুণ হয় ছন্দে থাকা লিভারপুলের। দশম মিনিটে বাঁ-দিক থেকে ইংলিশ ডিফেন্ডার অ্যান্ড্রু রবার্টসনের পাস ডি-বক্সে পেয়ে বাঁ পায়ের জোরালো শটে দলকে এগিয়ে নেন সেনেগালের ফরোয়ার্ড মানে।

ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেওয়া লেস্টার বেশ খানিকটা সময় লিভারপুলের রক্ষণে পাল্টা চাপ দেয়। কিন্তু বিরতির ঠিক আগে দ্বিতীয় গোল খেয়ে বসে দলটি। ৪৫তম মিনিটে জেমস মিলনারের কর্নারে হেডে পোস্ট ঘেঁষে বল জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনো।

৬৩তম মিনিটে মহা ভুলটি করেন মৌসুমে শুরুর আগে রোমা থেকে সাতে সাত কোটি ইউরোয় অ্যানফিল্ডে যোগ দেওয়া আলিসন। ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের ব্যাক-পাস ক্লিয়ার না করে পায়ে রেখে কাটাতে যান বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি গোলরক্ষক। সেই সুযোগে ইংলিশ মিডফিল্ডার জেমস ম্যাডিসন বল কেড়ে নিয়ে বাড়ান ডি-বক্সে। অনায়াসে বল ঠিকানায় পাঠান আলজেরিয়ার ফরোয়ার্ড রাশিদ গেজাল।

চলতি লিগে লিভারপুলের জালে এটাই প্রথম গোল। তবে বাকি সময়ে জাল অক্ষত রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে অতিথিরা।

চার ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। দুটিতে জেতা লেস্টারের পয়েন্ট ৬।

১৯৯০-৯১ মৌসুমের পর এই প্রথম লিগে নিজেদের প্রথম চারটি ম্যাচ জিতলো লিভারপুল।