বিশ্বকাপের সময় খুব বাজেভাবে নেইমারের সমালোচনা করা হয়েছে বলে মনে করেন ব্রাজিল জাতীয় দল ও ক্লাব পিএসজিতে তার সতীর্থ দানি আলভেস। এই ডিফেন্ডারের মতে, এভাবে যারা নেইমারের সমালোচনা করেছেন তারা ‘দুর্বল’।
Published : 20 Jul 2018, 11:12 PM
ফেব্রুয়ারিতে পিএসজির হয়ে লিগ ওয়ানের ম্যাচ খেলতে নেমে পায়ের পাতার মেটাটারসাল হাড় ভেঙে ফেলায় রাশিয়া বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সময় মতো চোট কাটিয়ে উঠে খেলতে পারলেও আশানুরূপভাবে জ্বলে ওঠতে পারেননি এই ফরোয়ার্ড। বেলজিয়ামের কাছে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
বিশ্বকাপে বারবার ফাউলের শিকার হয়ে রেফারির সহানুভূতি পেতে অভিনয় করে অনেক সমালোচিতও হন নেইমার। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে নিয়ে সমালোচনায় বাড়াবাড়ি ছিল বলে মনে করেন আলভেস।
সাও পাওলোতে বৃহস্পতিবার রাতে নেইমারের একটি প্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহের অনুষ্ঠানে যোগ দেওয়া আলভেস সাংবাদিকদের বলেন, “আমি এমনটাই (এটা বাড়াবাড়ি ছিল) মনে করি।”
“নেইমার যা কিছু করে তাই সংবাদ হয়ে যায়। সে যদি আবেগতাড়িত হয় তারা সমালোচনা করে। সে যদি চুল রং করে তারা সমালোচনা করে। আমি এসব মানুষকে নেইমারের জায়গায় দেখতে চাই।”
“সমালোচনা করা দুর্বলের অস্ত্র। আমি বিশ্বাস করি, আমরা ফুটবল খেলোয়াড়রা সবসময় দলের জন্য ও আমাদের সতীর্থদের জন্য সেরাটা করার চেষ্টা করি।”
আলভেসের কাছে নেইমার খুব প্রতিভাবান একজন ফুটবলার।
“যারা নেইমারকে জানে তারা তার অসাধারণ গুণাগুণের ব্যাপারটাও জানে। তারা জানে, সে কতটা স্পেশাল। আমি আবারও জোর দিয়ে বলছি, এমন খেলোয়াড়দের যত্ন নেওয়া দরকার আমাদের।”
“নেইমার ও এই পর্যায়ের খেলোয়াড়দের সমালোচনা করা সহজ। তবে তারা যা করে সেটা করা কঠিন।”