৬ বছরের চুক্তিতে বার্সেলোনায় ব্রাজিলের আর্থার

ছয় বছরের চুক্তিতে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও থেকে মিডফিল্ডার আর্থারকে দলে নিয়েছে বার্সেলোনা। লা লিগার ক্লাবটিতে ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত খেলবেন ব্রাজিলের এই ফুটবলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2018, 02:55 PM
Updated : 10 July 2018, 02:55 PM

আর্থারকে পেতে কাতালান ক্লাবটির খরচ হচ্ছে চার কোটি ইউরো। চুক্তি অনুযায়ী আপাতত তিন কোটি ১০ লাখ ইউরো দিতে হবে। ২১ বছর বয়সী এই খেলোয়াড়ের বাই-আউট ক্লজ ধরা হয়েছে ৪০ কোটি ইউরো। 

গত মার্চে আর্থারের দল-বদল নিয়ে বার্সেলোনা ও গ্রেমিওর মধ্যে সমঝোতা হয়েছিল।

ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাওলিনিয়ো ধারে চাইনিজ ক্লাব গুয়াংজু এভারগ্রান্দে ফিরে যাওয়ার পর দিন সোমবার আর্থারের সঙ্গে চুক্তির ঘোষণা দেয় বার্সেলোনা।  

গ্রেমিওর হয়ে ৬৬ ম্যাচ খেলে ৬ গোল করা আর্থার বুধবার বার্সেলোনায় যোগ দেবেন বলে ক্লাবটি তাদের ওয়েবসাইটে জানিয়েছে।