আমার কাজ গোল করার চেয়ে বেশি কিছু: লুকাকু

শুধু গোল করে সন্তুষ্ট থাকতে চান না রোমেলু লুকাকু। অবদান রাখতে চান সতীর্থদের গোলে। নিজেকে অলরাউন্ডারের ভূমিকায় মেলে ধরতে চান বেলজিয়ামের এই ফরোয়ার্ড। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2018, 12:51 PM
Updated : 7 July 2018, 12:51 PM

শুক্রবার কাজান অ্যারেনায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ৩২ বছর পর আবার বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠে বেলজিয়াম।

ম্যাচের শুরুতেই আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর দলের দ্বিতীয় গোলটিতে বড় অবদান রাখেন লুকাকু। মাঝমাঠ থেকে বল নিয়ে গতি আর শক্তিতে বাধা এড়িয়ে কেভিন ডে ব্রুইনেকে পাস দেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই খেলোয়াড়। ডি-বক্সের ঠিক বাইরে থেকে কোনাকুনি শটে বল জালে পাঠান ডে ব্রুইনে।

নিজের খেলা প্রসঙ্গে সাংবাদিকদের লুকাকু বলেন, "সবাই মনে করে, রোমেলু লুকাকু মানেই গোল, গোল, গোল। কিন্তু আমি নিজেকে একজন অল-রাউন্ডার হিসেবে দেখাতে চাই।"

"গোলে সহায়তা করাও গুরুত্বপূর্ণ। এই বছর আমি অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি গোলে অবদান রেখেছি। অবশ্যই, আমি গোল করতে চাই। তবে একই সঙ্গে আমি যতটা পারি দলের জন্য কঠোর পরিশ্রম করার চেষ্টা করি।"

"(গোলদাতা হিসেবে) আমার আর প্রমাণ দেওয়ার কিছু নেই। সবাই জানে, বক্সে আমাকে দেওয়া প্রতিটা সুযোগেই আমি গোল করতে পারি।"

সেন্ত পিতার্সবুর্গে মঙ্গলবার সেমি-ফাইনালে ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে বেলজিয়াম।