‘নেইমার মাঠে পড়ে যেতে পছন্দ করে’

ব্রাজিল তারকা নেইমার মাঠে পড়ে যেতে পছন্দ করে বলে অভিযোগ করে রেফারিদের এ বিষয়ে নজর রাখতে অনুরোধ করেছেন মেক্সিকোর অধিনায়ক আদ্রেয়াস গুয়ার্দাদো। বিশ্বকাপে এর আগে কখনো ব্রাজিলকে হারাতে না পারলেও এবারে সেটা করে দেখাতে আত্মবিশ্বাসী এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2018, 02:06 PM
Updated : 29 June 2018, 02:06 PM

আগামী সোমবার সামারায় কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মেক্সিকোর মুখোমুখি হবে ব্রাজিল।

চলতি আসরের গ্রুপ পর্বে নেইমারের খেলার সমালোচনা করেছেন গুয়ার্দাদো। সংবাদ সম্মেলনে বলেন, “আমরা সবাই নেইমারকে জানি। বিচার করার দায়িত্বটা আমার বা আমাদের নয় বরং রেফারিদের ও ফিফার।”

“এখন তাদের ভিএআর প্রযুক্তি আছে। তার খেলার ধরনটা তাদের খেয়াল করতে হবে এবং রেফারিদের এ ব্যাপারে সচেতন হওয়া দরকার। কারণ আমরা জানি সে ফাউলকে অতিরঞ্জিত করতে পছন্দ করে। সে মাঠে পড়ে যেতে অনেক বেশি পছন্দ করে।”

“কিন্তু আমি আবারও বলছি, এটা তার খেলার ধরন। যাদের বিচার করতে হবে এবং এটার শেষ টানতে হবে তারা হলেন রেফারি, আমরা নই।”

প্রথমবারের মতো বিশ্বকাপে ব্রাজিলকে হারাতে চান রিয়াল বেতিসের মিডফিল্ডার গুয়ার্দাদো।

“আমরা এর আগে জার্মানিকেও কখনো বিশ্বকাপে হারাতে পারিনি এবং এবারে আমরা সেটা পেরেছি। আমরা এখানে ইতিহাস সৃষ্টি করতে এসেছি এবং এটা আমাদের হাতেই।”

“আমরা সম্ভাব্য সবকিছু করব। কারণ আমরা সবাই জানি যে ম্যাচ শুরু হলে পরিসংখ্যান খেলে না।”