‘আরবের দলগুলোর অনেক পথ পাড়ি দেওয়ার বাকি’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jun 2018 05:40 PM BdST Updated: 24 Jun 2018 06:58 PM BdST
বিশ্বকাপে বেলজিয়ামের কাছে বড় ব্যবধানে হারের পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিউনিসিয়ার কোচ নাবিল মালুল। তার মতে, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করতে আরব দলগুলোকে অনেক পথ পাড়ি দিতে হবে।
এবারের বিশ্বকাপে চার আরব দেশ তিউনিসিয়া, মরক্কো, সৌদি আরব ও মিশর গ্রুপ পর্বে এখন পর্যন্ত তাদের আট ম্যাচের সবকটিতেই হেরেছে। এর মধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে মরক্কো, সৌদি আরব ও মিশরের। তিউনিসিয়ার পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনাও ক্ষীণ।
শনিবার মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে 'জি' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের কাছে ৫-২ গোলে হারে তিউনিসিয়া। এই নিয়ে বিশ্বকাপে তাদের ৪০ বছরের জয় খরা আরও দীর্ঘায়িত হলো। সবশেষ ১৯৭৮ আসরে মেক্সিকোর বিপক্ষে জিতেছিল তিউনিসিয়া। এরপর থেকে টানা ১৩ ম্যাচ জয়বঞ্চিত দলটি।
মালুলের মতে, বেলজিয়ামের কাছে তাদের বড় ব্যবধানে হারের ফল ঠিক মানানসই নয়। তার দলের পারফরম্যান্স অতটা খারাপ ছিল না বলেও মনে করেন তিনি।
"স্টেডিয়ামে উপস্থিত অনেক তিউনিসিয়ান সমর্থকের কাছে আমরা ক্ষমা চাইবো। ভবিষ্যতে আমরা উন্নতি করার চেষ্টা করব।"
"আমাদের সৎ হতে হবে। ৫-২ স্কোরলাইন মানানসই নয়।...আপনি যদি বল দখলে রাখার বিষয়টি দেখেন, আমরা খুব খারাপ করিনি।"
"যেকোনো মুহূর্তে পার্থক্য গড়ে দিতে পারে এমন খেলোয়াড়দের বিপক্ষে জেতা খুব কঠিন। ড্রয়ে আমরা এই গ্রুপে পড়ার পর থেকেই আমি বলছি, বেলজিয়াম খুবই কঠিন প্রতিপক্ষ হবে।"
বিশ্ব মানের ফুটবল খেলতে আরব দেশগুলোর আরও দুই প্রজন্ম সময় লাগবে বলে মনে করেন মালুল।
"আমরা আরব বিশ্বকে হতাশ করিনি। আমরা আমাদের আরব সমর্থকদের আস্থা হারাইনি।"
"আমাদের সমস্যাগুলো একইরকম। আমি মনে করি না, আমরা উঁচু মাপের পারফরম্যান্স দেখিয়েছি। আমাদেরকে জীবনধারা বদলাতে হবে। কারণ আমাদের জীবনধারা উঁচু মাপের ফুটবলের পর্যায়ে নেই। আমরা যেভাবে অনুশীলন করি তারও পরিবর্তন দরকার।"
"ফিটনেস ও শারীরিক শক্তির দিক থেকে শীর্ষ পর্যায়ে পৌঁছাতে আমাদের আরও দুই প্রজন্ম লাগবে।"
-
নেদারল্যান্ডসের মালাসিয়াকে দলে টানল ইউনাইটেড
-
ফ্রি ট্রান্সফারে এসি মিলানে ওরিগি
-
এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
-
পিএসজির নতুন কোচ গালতিয়ে
-
ভাঙল পিএসজি-পচেত্তিনো জুটি
-
ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের আরেক ফুটবলার গ্রেপ্তার
-
সাবেক টটেনহ্যাম কোচ নুনো এবার সৌদি ক্লাবের দায়িত্বে
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- ‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন