নেইমারকে খেলার স্টাইল বদলাতে বলেননি তিতে

নেইমারকে আরও বেশি দল অন্ত:প্রাণ হতে তার সহজাত খেলার ধরন বদলাতে বলেননি বলে জানিয়েছেন ব্রাজিল কোচ তিতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2018, 07:52 PM
Updated : 21 June 2018, 07:52 PM

পায়ের পাতার মেটাটারসাল হাড় ভাঙার কারণে তিন মাসের বেশি সময় পর দারুণভাবে মাঠে ফেরেন নেইমার। বিশ্বকাপের আগে প্রস্তুতিমূলক দুটি ম্যাচে ক্রোয়েশিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে গোল করেন ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়।  

তবে বিশ্বকাপের মূল পর্বে শুরুটা আশানুরূপ হয়নি নেইমার ও তার দলের। 'ই' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করে সেলেসাওরা। দলকে জয়সূচক গোল এনে দিতে খুব চেষ্টা করেও সফল হননি বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।  

সেন্ত পিতার্সবুর্গে শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কোস্টা রিকার মুখোমুখি হবে ব্রাজিল।

দলের প্রতি নেইমারের দৃষ্টিভঙ্গীর কারণে তিতে তাকে তিরস্কার করেছেন-এমন গুঞ্জনের বিষয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করলে তা উড়িয়ে দেন ব্রাজিল কোচ।    

"আপনি যে তথ্য পেয়েছেন তা সত্যি নয়। এমন কিছু ঘটেনি।"

তিতের মতে, সব খেলোয়াড়েরই সুনির্দিষ্ট কিছু গুণাগুণ নিয়ে দলের জন্য খেলার ও ব্যক্তিগতভাবে নিজেকে মেলে ধরার দায়বদ্ধতা থাকে।

"নেইমার, মাঠের শেষ এক-তৃতীয়াংশে তার ভূমিকা আমি কেড়ে নেবো না-এটা তার সহজাত প্রতিভা।"

দারুণ সব খেলোয়াড়ে সমৃদ্ধ ব্রাজিলের আক্রমণভাগ। তাই সবকিছু নেইমারের উপর নির্ভরশীল নয়। এমনটা মনে করেন তিতেও। 

"বিষয়টা তার (নেইমার), গাব্রিয়েল জেসুস, কৌতিনিয়ো, রবের্তো ফিরমিনো ও উইলিয়ানের জন্য প্রযোজ্য।"

"মাঠের শেষ এক-তৃতীয়াংশে আপনাকে সুযোগ তৈরি করতে হবে। আর এই ভূমিকা আমি কারোর কাছ থেকে কেড়ে নিচ্ছি না।"