রাশিয়ার বিপক্ষে খেলতে 'প্রস্তুত' সালাহ

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে খেলার জন্য মোহামেদ সালাহ 'প্রস্তুত' বলে জানিয়েছে মিশরের ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2018, 07:26 PM
Updated : 16 June 2018, 07:26 PM

সেন্ত পিতার্সবুর্গে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২টায় 'এ' গ্রুপের ম্যাচটিতে মুখোমুখি হবে দল দুটি।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলের হয়ে খেলতে নেমে কাঁধে চোট পাওয়া সালাহকে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে ফিট ঘোষণা করেছিলেন মিশরের কোচ এক্তর কুপের। কিন্তু বৃহস্পতিবার ১-০ গোলে হেরে যাওয়া ওই ম্যাচে শেষ পর্যন্ত সময়ের অন্যতম সেরা এই ফরোয়ার্ডকে নামাননি কোচ।

ইএফএ এক বিবৃতিতে জানিয়েছে, উরুগুয়ের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত ছিলেন সালাহ। কিন্তু ২৫ বছর বয়সী এই খেলোয়াড়কে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি কুপের।

লিভারপুলের হয়ে ২০১৭-১৮ মৌসুম দারুণ কাটান সালাহ। সব ধরনের প্রতিযোগিতায় করেন ৪৪ গোল। জিতে নেন ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন শু।