মেসিকে আটকানো সম্ভব নয়: রাকিতিচ

একই ক্লাবে খেলার কারণে কয়েক বছর ধরে লিওনেল মেসিকে খুব কাছ থেকে দেখছেন ইভান রাকিতিচ। বিশ্বকাপের মঞ্চে এবার এই সতীর্থের বিপক্ষে মাঠে নামতে হবে। তবে আর্জেন্টিনা অধিনায়ককে আটকানোর কোনো উপায় জানা নেই ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডারের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2018, 01:02 PM
Updated : 12 June 2018, 01:02 PM

আগামী ২১ জুন গ্রুপ পর্বে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। ম্যাচটিতে স্বাভাবিকভাবেই দলকে জেতানোর জন্য মরিয়া থাকবেন রাকিতিচ। তবে মেসিকে আটকানো অসম্ভব বলে মনে করেন বার্সেলোনার এই মিডফিল্ডার।

“ফুটবলে মেসিকে কিভাবে আটকানো যায়, সে ফর্মুলা কেউ পায়নি। দালিচ (ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ) পায়নি, আমি পাইনি, কেউ পায়নি। আমরা যা করতে পারি তা হলো তার খেলা উপভোগ করা।”

“সেরার বিপক্ষে আমরা নিজেদের পরখ করবো। সেরার বিপক্ষে খেলতে পারার সুযোগ পাওয়া দারুণ ব্যাপার। আমরা জানি, এটা কঠিন হবে। তবে নাইজেরিয়া ও আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচও তাই হবে।”

“লিওর বিপক্ষে খেলাটাই বিশেষ একটা ব্যাপার আর সেটা আমরা উপলব্ধি করতে পারছি। কিন্তু সেও জানে যে, আমরা সবাই তার বিপক্ষে ভালো খেলতে চাই।”