বিশ্বকাপের শুরু থেকে খেলতে আত্মবিশ্বাসী সালাহ

উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগেই ফিট হয়ে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2018, 04:31 PM
Updated : 9 June 2018, 04:31 PM

গত মাসে ইউক্রেনের কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কাঁধে চোট পান সালাহ। এরপর থেকেই মাঠের বাইরে তৃতীয়বারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া মিশরের সবচেয়ে বড় এই ফুটবল তারকা। 
 
ফাইনালের পরদিন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ সালাহর চোট গুরুতর বলে জানান। তবে বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার ব্যাপারে আশাবাদী ছিলেন চলতি মৌসুমে লিভারপুলের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৪৪ গোল করা এই ফরোয়ার্ড।
 
শনিবার মিশরের রাষ্ট্রপতি খেলোয়াড়দের বিদায় জানান। সেখানেই নিজের উন্নতির কথা জানান ২৫ বছর বয়সী সালাহ।
 
“আমি আপনাদের কথা দিচ্ছি, বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে এবং মিশরের স্বপ্ন পূরণে আমি আমার সর্বোচ্চটা করব। আমি আগের চেয়ে এখন অনেক ভালো বোধ করছি এবং উরুগুয়ের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত থাকব।”

“আমাদের স্বপ্ন পূরণে আমি কখনোই হাল ছাড়ব না। আমাদের জনগণের জন্য নিজের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।”
আগামী শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে মিশর। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ সৌদি আরব ও রাশিয়া। ১৯ জুন স্বাগতিকদের বিপক্ষে ও ২৫ জুন সৌদি আরবের বিপক্ষে খেলবে মিশর।