বিশ্বকাপের আশা বেঁচে রইল কারভাহালের

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়লেও রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার দানি কারভাহালের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2018, 03:41 PM
Updated : 28 May 2018, 03:41 PM

ইউক্রেনের কিয়েভে শনিবার লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে  টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তোলে রিয়াল। চোট পেয়ে ম্যাচের ৩৬তম মিনিটে চোখের জলে মাঠ ছাড়েন রাইট ব্যাক কারভাহাল।

প্রাথমিকভাবে গুরুতর মনে হলেও পরীক্ষা-নিরীক্ষার পর স্পেন দলের চিকিৎসকরা জানান, কারভাহালের চোট মারাত্মক নয়। দুই থেকে তিন সপ্তাহেই সেরে উঠবেন এই ডিফেন্ডার।

রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, সোমবার হুলেন লোপেতেগির অধীনে চলা বিশ্বকাপের অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন ২৬ বছর বয়সী কারভাহাল। সেখানেই চলবে তার পুনর্বাসন।

১৫ জুন পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে স্প্যানিশদের বিশ্বকাপ অভিযান।  ‘বি’ গ্রুপে স্পেনের অন্য দুই প্রতিপক্ষ ইরান ও মরক্কো।