ফ্রান্সের কোসিয়েলনির বিশ্বকাপ শেষ

ইউরোপা লিগের সেমি-ফাইনালে চোট পাওয়া লরাঁ কোসিয়েলনিকে রাশিয়া বিশ্বকাপে পাওয়া যাচ্ছে না বলে নিশ্চিত করেছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2018, 12:14 PM
Updated : 5 May 2018, 12:14 PM

গত বৃহস্পতিবার আতলেতিকোর মাঠে আর্সেনালের ১-০ গোলে হারা ম্যাচের শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়েন দলটির সেন্টার-ব্যাক কোসিয়েলনি। তার অ্যাকিলিসে চিড় ধরে থাকতে পারে বলে জানান ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির বিদায়ী কোচ আর্সেন ভেঙ্গার।   

তবে কোসিয়েলনির সুনির্দিষ্ট কোনো সমস্যার কথা জানায়নি এফএফএফ। কেবল জানিয়েছে, বিশ্বকাপ খেলতে রাশিয়ায় যাওয়া হচ্ছে না ৩২ বছর বয়সী এই খেলোয়াড়ের।

কোসিয়েলনিকে হারানো দলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।

“এটা দলের জন্য খুবই বড় এক ধাক্কা। চোট কখনই ঠিক সময়ে আসে না।”

লরাঁর জন্য আমি খুবই দুঃখিত। কারণ এই বিশ্বকাপ তার ক্যারিয়ারের জন্যও খুবই গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত ছিল। আমি তার সুস্থতা ও ভালোভাবে মাঠে ফেরা কামনা করি। কারণ আমি নিশ্চিত, তার এখনও অসাধারণ কিছু দেখানোর আছে।”

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৫১টি ম্যাচ খেলা কোসিয়েলনি রাশিয়া বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন বলেও আভাস দিয়েছিলেন।