রাশিয়াকে উড়িয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু ব্রাজিলের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Mar 2018 11:56 PM BdST Updated: 24 Mar 2018 05:04 AM BdST
বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার প্রস্তুতি পর্বটাও ভালোভাবে শুরু করল ব্রাজিল। বিশ্বকাপের স্বাগতিক রাশিয়াকে তাদের মাঠেই উড়িয়ে দিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
মস্কোয় শুক্রবারের প্রীতি ম্যাচে ৩-০ গোলে জিতেছে বাছাইপর্ব পেরিয়ে সবার আগে বিশ্বকাপের মূল পর্বে ওঠা ব্রাজিল। গোলশূন্য প্রথমার্ধের পর মিরান্দার গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ফিলিপে কৌতিনিয়ো। তৃতীয় গোলটি করেন পাওলিনিয়ো।
শুরুতে কিছুটা ছন্দহীন ব্রাজিল দ্রুতই নিজেদের খুঁজে পায়। একের পর এক আক্রমণ করতে থাকে তারা; কিন্তু শেষটা ভালো হচ্ছিল না। প্রথমার্ধে দুই-তৃতীয়াংশের বেশি সময় বল দখলে রেখেও তাই প্রতিপক্ষের গোলরক্ষককে বড় কোনো পরীক্ষায় ফেলতে পারেনি তিতের দল।
২৫তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে কৌতিনিয়োর জোরালো শটে বল যায় গোলরক্ষকের হাতে। দুই মিনিট পর গোল করার মতো পজিশনে বল পেয়ে একই কাজ করেন উইলিয়ান।
বিরতির আগে সেরা সুযোগটি অবশ্য পায় স্বাগতিকরা। ৩৭তম মিনিটে ১০ গজ দূর থেকে উড়িয়ে মারেন মিডফিল্ডার আলেকসেই মিরানচুক।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ডি-বক্সের মধ্যে থেকে পাওলিনিয়োর নেওয়া শট ঠেকান ইগর আকিনফিভ। চার মিনিট পর ব্রাজিলের আরেকটি প্রচেষ্টা গোলরক্ষকের মাথায় লেগে বাইরে চলে যায়।


৬২তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন বার্সেলোনার মিডফিল্ডার কৌতিনিয়ো। ডি-বক্সে পাওলিনিয়ো পেছন থেকে ফাউলের শিকার হলে স্পট কিকটি পায় তারা। চার মিনিট পর উইলিয়ানের ক্রসে বল ছয় গজের বক্সে পেয়ে হেডে নিজেই তৃতীয় গোলটি করেন বার্সেলোনার আরেক মিডফিল্ডার পাওলিনিয়ো।
এই নিয়ে টানা আট ম্যাচ অপরাজিত রইলো ব্রাজিল।
আগামী মঙ্গলবার বার্লিনে স্বাগতিক জার্মানির মুখোমুখি হবে তিতের শিষ্যরা। আর রাশিয়া খেলবে ফ্রান্সের বিপক্ষে।
-
ডি ইয়ং বার্সেলোনাতেই থাকতে চায়: কুমান
-
তিতের কাছে ভিনিসিউস ‘২০১৪ সালের নেইমার’
-
১৫ ম্যাচ পর জিতল স্বাধীনতা সংঘ
-
গাম্পের ট্রফিতে খেলবে না রোমা, আইনি ব্যবস্থার হুমকি বার্সার
-
উইম্বলডন থেকে ছিটকে গেলেন বেররেত্তিনি
-
দোরিয়েলতন-ফয়সালের গোলে আবাহনীর জয়
-
শৈশবের ক্লাবে ফিরলেন ফের্নান্দিনিয়ো
-
এক বছরের চুক্তিতে লস এঞ্জেলসে বেল
সর্বাধিক পঠিত
- হজে গিয়ে গ্রেপ্তার: ‘বোমায় হাত হারিয়ে ডাকাতি ছেড়ে আন্তর্জাতিক ভিক্ষুক’
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- যুক্তরাষ্ট্রে মেক্সিকো সীমান্তে ট্রাকের ভেতরে ৪৬ লাশ
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জগন্নাথ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- বাইক বন্ধের পর টোল আদায় কমেছে পদ্মা সেতুতে
- বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোল ১ জুলাই থেকে
- পদ্মা সেতুর নাট খোলা বাইজীদের বাড়িতে হামলা
- ফেইসবুকে বাঙালি শিক্ষার্থী, বেতন পৌনে ২ কোটি রুপি