ওয়ার্টফোর্ডকে হারিয়ে আর্সেনালের প্রতিশোধ

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন হারের পর জয়ের দেখা পেয়েছে আর্সেনাল। রোববার এমিরেটস স্টেডিয়ামে ওয়ার্টফোর্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্সেন ভেঙ্গারের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2018, 03:27 PM
Updated : 11 March 2018, 04:18 PM

লিগের প্রথম পর্বে অক্টোবরে ওয়াটফোর্ডের মাঠে ২-১ ব্যবধানে হেরে গিয়েছিল গানাররা।

লিগে জয়ের পথে ফিরতে মরিয়া আর্সেনাল অষ্টম মিনিটে এগিয়ে যায়। স্বদেশি মিডফিল্ডার মেসুত ওজিলের ফ্রি-কিকে অনেকটা লাফিয়ে হেডে বল জালে জড়ান জার্মান ডিফেন্ডার স্কোদ্রান মুস্তাফি।

২৬তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসনের দারুণ ফ্রি-কিক ঝাঁপিয়ে ঠেকান আর্সেনাল গোলরক্ষক পেতর চেক। দুই মিনিট পর এক জনকে কাটিয়ে সামনে এগিয়ে গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদে ব্যর্থ হন ওজিল।

৫৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিয়েরে-এমেরিক আউবামেয়াং। হেনরিখ মিখিতারিয়ানের পাস পেয়ে গোলরক্ষককে কাটিয়ে আর্সেনালের জার্সিতে তৃতীয় গোলটি করেন জানুয়ারিতে বরুসিয়া ডর্টমুন্ড থেকে আসা গ্যাবনের এই ফরোয়ার্ড।

তিন মিনিট পর ব্যবধান কমানোর সহজ সুযোগ নষ্ট করে অতিথিরা। আর্জেন্টাইন মিডফিল্ডার রবের্তো পেরেইরা ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ওয়াটফোর্ড। কিন্তু ইংলিশ ফরোয়ার্ড ট্রই ডিনির স্পট কিক ঠেকিয়ে দেন চেক।

৭৭তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করেন মিখিতারিয়ান। আউবামেয়াংয়ের পাস পেয়ে প্রিমিয়ার লিগে আর্সেনালের হয়ে প্রথম গোলটি করেন জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আসা আর্মেনিয়ার এই স্ট্রাইকার।

৩০ ম্যাচে ১৪ জয় ও ছয় ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে আর্সেনাল।

ম্যানচেস্টার ইউনাইটেড ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং লিভারপুল ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।

শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৯ ম্যাচে ৭৮।