'অসাধারণ কৌতিনিয়োকে মিস করবে লিভারপুল'

ফিলিপে কৌতিনিয়োকে অসাধারণ ফুটবলার ও ব্যক্তি হিসেবে দেখেন লিভারপুলের সাবেক তারকা স্টিভেন জেরার্ড। তার মতে, বার্সেলোনায় চলে যাওয়া ব্রাজিলিয়ান এই খেলোয়াড়ের অভাব বোধ করবে অ্যানফিল্ডের ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2018, 02:43 PM
Updated : 9 Jan 2018, 04:06 PM

১৬ কোটি ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনায় যোগ দেওয়া কৌতিনিয়োর সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় লিভারপুলে কাটিয়ে দেওয়া জেরার্ডের।

কৌতিনিয়োর চলে যাওয়া প্রসঙ্গে বর্তমানে লিভারপুলের একাডেমি কোচের দায়িত্বে থাকা জেরার্ড বলেন, "আমি এখনও এটা লিভারপুলের একজন ভক্ত হিসেবে নিচ্ছি।"

"আমি এতে বিস্মিত নই। আমি জানি, তাকে ধরে রাখার জন্য লিভারপুল যা পারে তার সবকিছুই করেছে। গ্রীষ্ম পর্যন্ত তাকে রাখার জন্য তারা খুব শক্তভাবে লড়েছে।"

"লিভারপুল তাকে মিস করবে, এতে কোনো সন্দেহ নেই। সে অসাধারণ এক ফুটবলার, ব্যক্তি হিসেবেও দারুণ।…আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাই এবং তার শুভ কামনা করি।"

তবে লিভারপুলের এগিয়ে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার জেরার্ড।

"লিভারপুল এগিয়ে যাবে। তাকে বিক্রি করে মোটা অংকের অর্থ পেয়েছে তারা। আমি নিশ্চিত, তারা তার জায়গায় সঠিক কাউকে নিয়ে আসবে।"