বার্সায় কৌতিনিয়োকে স্বাগত জানালেন সুয়ারেস

বার্সেলোনায় নাম লেখানো ফিলিপে কৌতিনিয়োকে স্বাগত জানিয়েছেন লুইস সুয়ারেস। কাম্প নউয়ে ব্রাজিলিয়ান মিডফিল্ডারের স্বপ্ন পূরণে  সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন উরুগুয়ের স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2018, 04:02 PM
Updated : 9 Jan 2018, 04:05 PM

১৬ কোটি ইউরো ট্রান্সফার ফিতে লিভারপুল থেকে আসা কৌতিনিয়ো সোমবার বার্সেলোনার সঙ্গে সাড়ে পাঁচ বছরের চুক্তিতে সই করেন।

কৌতিনিয়োর সঙ্গে সুয়ারেসের বন্ধুত্ব অনেক দিনের। ২০১৪ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার আগে লিভারপুলে ছিলেন সুয়ারেস।

বার্সেলোনার জার্সি পরা কৌতিনিয়োর সঙ্গে নিজের একটি ছবি টুইটারে পোস্ট করে সুয়ারেস লিখেছেন, "স্বাগতম বন্ধু। তোমার সঙ্গে আবারও একটি দলে থাকা কতই না আনন্দের। এই নতুন পর্যায়ে আমরা সবাই মিলে অনেক সাফল্য অর্জন করবো!"  

ঊরুর চোটের কারণে ক্লাবটির হয়ে মাঠে নামতে কৌতিনিয়োকে তিন সপ্তাহের মতো অপেক্ষা করতে হতে পারে। এই সময়ে কোপা দেল রেতে সেল্তা ভিগোর বিপক্ষে এবং লা লিগায় রিয়াল সোসিয়েদাদ ও রিয়াল বেতিসের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।

আগামী ২৮ জানুয়ারি দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে বার্সেলোনার হয়ে অভিষেক হতে পারে বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে দামি এই খেলোয়াড়ের।