কৌতিনিয়োর প্রশংসায় বার্সা কোচ

ফিলিপে কৌতিনিয়ো বার্সেলোনার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করার আগেই তার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন কোচ এরনেস্তো ভালভেরদে।  

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2018, 01:12 PM
Updated : 9 Jan 2018, 10:00 AM

১৬ কোটি ইউরো ট্রান্সফার ফিতে কৌতিনিয়োর লিভারপুল থেকে বার্সেলোনায় যাওয়ার চুক্তিতে গত শনিবার একমত হয় ক্লাব দুটি। কাতালান ক্লাবটির সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে সোমবার আনুষ্ঠানিকভাবে সাড়ে ৫ বছরের চুক্তি করবেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার।

নিজেদের মাঠে রোববার লা লিগায় লেভান্তের বিপক্ষে বার্সেলোনার ৩-০ গোলের জয়ের পর সাংবাদিকদের সঙ্গে কৌতিনিয়োকে নিয়ে কথা বলেন ভালভেরদে।

“সে আমাদের অনেক কিছুই দিতে পারে। ভেতরে ও বাইরে উভয় দিকেই খেলতে পারে সে। এটা গুরুত্বপূর্ণ একটি চুক্তি, যেটার পেছনে আমরা অনেক আগে থেকে লেগে ছিলাম। আমরা আশা করি, সে আমাদের সহযোগিতা করতে পারবে এবং আমাদের অনেক কিছু দিতে পারবে।”

লেভান্তের বিপক্ষে ম্যাচ শেষে কাম্প নউয়ে সংক্ষিপ্ত এক ফটো সেশনে উপস্থিত হন কৌতিনিয়ো। ক্লাবটিতে আসতে পেরে স্বপ্ন সত্যি হয়েছে বলে জানান ২৫ বছর বয়সী এই খেলোয়াড়। স্বদেশি কৌতিনিয়োকে নিজ দলে পেয়ে দারুণ খুশি পাওলিনিয়োও।

লেভান্তের জালে বার্সেলোনার শেষ গোলটি করা এই মিডফিল্ডার বলেন, “কৌতিনিয়ো অসাধারণ একজন খেলোয়াড়। বার্সেলোনাকে তাদের লক্ষ্যগুলোতে পৌঁছাতে সে সহযোগিতা করবে।”