রোনালদো-মেসির সঙ্গে থাকাই নেইমারের জন্য আনন্দের

বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসির পেছনেই থাকলেন নেইমার। তবে পিএসজির এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জানালেন, দুই তারকার সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় থাকতে পারাটাই তার জন্য আনন্দের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2017, 07:59 AM
Updated : 24 Oct 2017, 10:06 AM

গত সোমবার রাতে মেসি ও নেইমারকে পেছনে ফেলে ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’-এর পুরস্কার জিতেন রোনালদো। মেসির পাঁচবার বর্ষসেরা হওয়ার রেকর্ডে ভাগ বসালেন পর্তুগিজ ফরোয়ার্ড।

মেসি দ্বিতীয় এবং নেইমার তৃতীয় হয়েছেন। গতবার এই পুরস্কারের সংক্ষিপ্ত তিনে ছিলেন না নেইমার; সেবার তৃতীয় হন অতোঁয়ান গ্রিজমান।

এবার রোনালদোর-মেসির সঙ্গে সংক্ষিপ্ত তিনে থাকাটাও নিজের জন্য গর্বের মনে করছেন নেইমার। বর্ষসেরার খেতাব জেতা রোনালদোকেও অভিনন্দন জানাতে ভোলেননি ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।

“ক্রিস্তিয়ানোকে অভিনন্দন। সে এটার প্রাপ্য এবং এটা জয়ের যোগ্যতা তার আছে। সে ইতিহাস গড়ছে এবং সেটাকে শ্রদ্ধা করতে হবে। সে এবং মেসি বিশ্ব ফুটবলের দুই মহীরুহ।”

“তাদের সঙ্গে একই তালিকায় থাকতে পেরে, ট্রফির জন্য লড়াই করতে পেরে আমি খুশি।”