এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন ভারত

প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠে আসা মালয়েশিয়ার স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছে ভারত। ২-১ ব্যবধানের জয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2017, 01:34 PM
Updated : 22 Oct 2017, 01:34 PM

২০০৭ সালে চেন্নাইয়ের আসরের এক দশক পর এশিয়া কাপ জিতল ভারত। এ নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ তিনটি এশিয়া কাপ জেতা পাকিস্তানের পাশে বসল তারা। সবচেয়ে বেশি শিরোপা দক্ষিণ কোরিয়ার (৪টি)।

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রোববার ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় ভারত। ডান দিক দিয়ে সার্কেলের ভেতর ঢুকে এসবি সুনিলের পুশ থেকে বল গোলরক্ষক ও ডিফেন্ডারদের ফাঁক গলে চলে যায় বাঁ দিকে থাকা রমনদিপ সিংয়ের কাছে। অনায়াসে দলকে এগিয়ে নেন তিনি।

পিছিয়ে পড়ার পর মালয়েশিয়ার খেলা ছন্দ ফেরে। তবে দ্বিতীয় কোয়ার্টারের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করে নেয় ভারত। ২৯তম মিনিটে দারুণ এক রিভার্স হিটে গোলরক্ষককে পরাস্ত করেন ললিত উপাধ্যায়।

৫০তম মিনিটে ম্যাচে ফেরা গোল পায় মালয়েশিয়া। ডান দিক দিয়ে সার্কেলে ঢুকে পড়া সতীর্থের পুশে ফায়জাল শারির ক্রস বিপদমুক্ত করতে পারেননি গোলরক্ষক। সহজ সুযোগ কাজে লাগাতে ভুল হয়নি শাহরিল সাবাহর। কিন্তু পরে আর সমতায় ফেরা গোলের দেখা পায়নি প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে ওঠা মালয়েশিয়া।

রোববার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এজাজ আহমেদের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে ৬-৩ গোলে হারায় পাকিস্তান। রশিদ মেহমুদ, আবু মোহাম্মদ ও মোহাম্মদ ইয়াকুব পাকিস্তানের অপর তিন গোলদাতা।