ভারতের জয়, পাকিস্তানের ড্র

মালয়েশিয়াকে হারিয়ে এশিয়া কাপ হকির ফাইনালে খেলার সম্ভাবনা জোরালো করেছে ভারত। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করে অনিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের ফাইনালে ওঠা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2017, 02:18 PM
Updated : 19 Oct 2017, 02:18 PM

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার সুপার ফোরের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ১-১ ড্র করে পাকিস্তান। মালয়েশিয়াকে ৬-২ ব্যবধানে হারায় এশিয়া কাপের দুইবারের চ্যাম্পিয়ন ভারত।

দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় মালয়েশিয়া। টানা দুই ড্রয়ে দক্ষিণ কোরিয়ার পয়েন্ট ২। একটি হার ও ড্রয়ে ১ পয়েন্ট পাকিস্তানের।

সুপার ফোরের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান ও মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া।

ম্যাচের পঞ্চদশ মিনিটে এগিয়ে যায় মালয়েশিয়ার কাছে ৩-২ গোলে হার দিয়ে সুপার ফোর শুরু করা পাকিস্তান। দারুণ এক রিভার্স হিটে গোলরক্ষককে পরাস্ত করেন এজাজ আহমেদ।

তৃতীয় কোয়ার্টারে সমতায় ফেরে প্রতিযোগিতার চারবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া। লি সিউলিনের পুশে লি নাম ইয়ংয়ের হিট ঠিকানা খুঁজে পায়। এ গোলেই মূল্যবান ১ পয়েন্ট নিশ্চিত হয় আগের ম্যাচে ভারতের সঙ্গে ১-১ ড্র করা কোরিয়ার।

সুপার ফোরের অপর ম্যাচে শুরু থেকে মালয়েশিয়াকে চাপে রাখে ভারত। চতুর্দশ মিনিটে আকাশদিপ সিং পেনাল্টি কর্নার থেকে এগিয়ে নেন দলকে। পাঁচ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন হারমানপ্রিত সিং। এরপর এসকে উথাপ্পার ফিল্ড গোল স্কোরলাইন ৩-০ করে নেয় প্রতিযোগিতার দুইবারের চ্যাম্পিয়নরা।

৩৩তম মিনিটে গুরজান্ত সিং ও ৩৯তম মিনিটে সুনীল সওমপ্রিত গোল করলে মালয়েশিয়া আরও কোণঠাসা হয়ে পড়ে। ৫০তম মিনিট রাজি রহিমের পেনাল্টি কর্নারের গোলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় মালয়েশিয়া। ৫৮ মিনিটে রামাদান রসলি স্কোরলাইন ৫-২ করেন। কিন্তু শেষ দিকে সরদার সিং গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।