হকিতে পাকিস্তানের হার, ভারতের ড্র

হার দিয়ে এশিয়া কাপের সুপার ফোর শুরু করেছে পাকিস্তান। হারতে বসা ভারত শেষ মুহূর্তের গোলে ড্র করে মাঠ ছেড়েছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2017, 01:53 PM
Updated : 18 Oct 2017, 01:53 PM

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বুধবার সুপার ফোরের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-২ গোলে হারে পাকিস্তান। দক্ষিণ কোরিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে ভারত।

শুরুতেই মোহাম্মদ ওমর ভুট্টোর গোলে এগিয়ে যায় পাকিস্তান। দশম মিনিটে পেনাল্টি কর্নার থেকে মালয়েশিয়াকে সমতায় ফেরান রহিম রাজি।

১৯তম মিনিটে মোহাম্মদ ইয়াকুবের ফিল্ড গোলে এগিয়ে যাওয়া পাকিস্তানকে ২৫তম মিনিটে সমতায় ফেরান শাহরিল সাবা। ৩৪তম মিনিট সারি ফিত্রি পেনাল্টি স্ট্রোক থেকে লক্ষ্যভেদ করেন। ম্যাচের বাকিটা সময় এই ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে ‘বি’ গ্রুপের সেরা হওয়া মালয়েশিয়া।

রাউন্ড রবিন লিগ পদ্ধতির সুপার ফোরের অপর ম্যাচে শেষ মুহূর্তের গোলে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করে ভারত। ৪১তম মিনিটে এগিয়ে যায় কোরিয়া। ৬০তম মিনিটে গুরজান্ত সিং ভারতকে সমতায় ফেরান।

আগামী বৃহস্পতিবার বিকাল ৪টায় স্থান নির্ধারণী প্রথম ম্যাচে চীনের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।