হকিতে পাকিস্তানকে হারিয়ে গ্রুপ সেরা ভারত

এশিয়ান হকির দুই শক্তিশালী দলের লড়াইয়ে পাকিস্তানকে হারিয়েছে ভারত। টানা তিন জয়ে এশিয়া কাপ হকির ‘এ’ গ্রুপের সেরা হয়েছে দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2017, 01:36 PM
Updated : 15 Oct 2017, 02:24 PM

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রোববার প্রতিযোগিতার দুইবারের চ্যাম্পিয়ন ভারতের জয়টি ৩-১ গোলের।

টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের সেরা ভারত। একটি করে জয় ও ড্রয়ে ৪ করে পয়েন্ট নিয়ে দ্বিতীয় পাকিস্তান। সমান পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে পিছিয়ে তৃতীয় জাপান। 

রোববার প্রথম ম্যাচে জাপানের কাছে ৩-১ ব্যবধানে হারা বাংলাদেশ তলানিতে থেকে গ্রুপ পর্ব শেষ করল। মাহবুব হারুনের দল এখন পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচগুলোয় খেলবে।

শুরু থেকে আক্রমণ, প্রতি-আক্রমণে জমে ওঠে ম্যাচ। প্রথম কোয়ার্টারের শেষ দিকে পাওয়া পেনাল্টি কর্নার কাজে লাগাতে পারেনি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চতুর্দশ স্থানে থাকা পাকিস্তান।

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই এগিয়ে যায় ভারত। কাঙ্গুজাম চিংলেনসানা সার্কেলের জোরালো হিটে লক্ষ্যভেদ করেন।

২২তম মিনিটের পেনাল্টি নষ্ট করার পর মোহাম্মদ আতিকের হিট বাইরে গেলে সমতায় ফেরা হয়নি পাকিস্তানের।

৪৩তম মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে নেয় ভারত। রহিদাস অমিতের পুশে রমনদিপ সিং শেষ মুহূর্তে আলতো টোকায় লক্ষ্যে পৌঁছে দেন।

তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে পাকিস্তানকে আরও কোণঠাসা করে ফেলে র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে থাকা ভারত। পেনাল্টি কর্নার থেকে গতিময় ড্র্যাগ-ফ্লিকে গোলরক্ষককে পরাস্ত করেন হারমানপ্রিত সিং।

চতুর্থ কোয়ার্টারের শুরুতে আলি সানের ফিল্ড গোলে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। কিন্তু ব্যবধান আর কমাতে পারেনি তারা।