ভারত ম্যাচে ভুল শুধরাতে চায় বাংলাদেশ

ভুলের মাশুল দিয়ে এশিয়া কাপ হকিতে বাংলাদেশের শুরুটা হয়েছে বড় হার দিয়ে। ভারতের বিপক্ষে তাই পাকিস্তান ম্যাচের ভুল শুধরে নেওয়ার লক্ষ্য বাংলাদেশ কোচ মাহবুব হারুনের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2017, 03:05 PM
Updated : 12 Oct 2017, 03:05 PM

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আগামী শুক্রবার সাড়ে ৫টায় ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। পাকিস্তানের কাছে ৭-০ ব্যবধানের হার দিয়ে প্রতিযোগিতা শুরু করে বাংলাদেশ। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে জাপানকে ৫-১ গোলে হারায় ভারত।

পাকিস্তান ম্যাচে শেষ দুই কোয়ার্টারে বলের নিয়ন্ত্রণ রাখতে পারেনি বাংলাদেশ। খেলোয়াড় মার্কিংয়েও পিছিয়ে ছিলেন মিমো-নিলয়রা। এগুলো হাতে কলমে বুঝিয়ে দেওয়ার জন্য সকালে দল নিয়ে অনুশীলনে আসেন কোচ। কিন্তু বিদ্যুৎ না থাকায় টার্ফে পানি দেওয়া যায়নি। তাই জিমিদের অনুশীলনও হয়নি।

কোচ হারুণ হতাশা নিয়ে জানালেন, ভিডিও সেশনে প্রথম ম্যাচের ভুলগুলো ‍শুধরে নেওয়ার চেষ্টা করার কথা। জিমিদের আগের ম্যাচ ভুলে নতুন শুরুর তাগিদও দিলেন।

“পাকিস্তানের বিরুদ্ধে পরিকল্পনা অনুযায়ী দল খেলতে পারেনি। খেলোয়াড় মার্কিংসহ কিছু ভুল ছিল। টেকনিক্যাল বিষয়গুলো অনুশীলনে বুঝিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। পানি না থাকায় সেটা হলো না। ভিডিও সেশনে ভুলগুলো শুধরানোর চেষ্টা করব।”

“প্রথম দুই কোয়ার্টারের পর থেকে খেলোয়াড় বেশি ভুল করেছিল। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টার নিয়ে বিশেষ পরিকল্পনা করব। ভারত নিঃসন্দেহে ভালো দল। তাদের বিপক্ষে নতুনভাবে শুরু করতে হবে। কৌশলগুলো মাঠে বাস্তবায়ন করতে হবে। অতীত ভুলে নতুন করে শুরু করতে হবে আমাদের।”

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের (৩৪তম) চেয়ে ঢের এগিয়ে ভারত (৬ষ্ঠ)। এশিয়া কাপের দুইবারের চ্যাম্পিয়ন তারা। এশিয়া কাপে তাদের সঙ্গে সর্বশেষ দেখার স্মৃতি মোটেও সুখের নয় । ৯-১ গোলে হেরেছিল বাংলাদেশ।

এশিয়া কাপের মুকুট ফিরে পাওয়ার পথে ভারতের যাত্রা শুরুও হয়েছি দারুণ জয় দিয়ে। তবে দলটির কোচ সুয়োর্ড মারিনে বাংলাদেশকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না।

“বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের কিছু অংশ দেখেছি। ম্যাচে বাংলাদেশ কিছু ভুল করেছে। ভুলগুলো কি, সেটা এখন বলব না। আমরা ম্যাচ বাই ম্যাচ জিততে চাই। পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হারলেও বাংলাদেশের ঘুরে দাড়ানোর শক্তি রয়েছে।”

“বাংলাদেশকে যদি আমরা দুর্বল ভাবি তাহলে সেটা অবশ্যই ভুল হবে। আমরা জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর।”

দুই দলের সর্বশেষ দেখা ২০১৬ সালের এসএ গেমসে। গুয়াহাটি-শিলংয়ের আসরে ভারত জিতেছিল ৪-১ গোলে। সরদার সিং জানালেন বাংলাদেশের বিপক্ষে আগে খেলার অভিজ্ঞতা এ ম্যাচে কাজে লাগাতে চান।

“আমি বাংলাদেশের সাথে অনেক ম্যাচ খেলেছি। তাদের অনেকের সম্পর্কে জানা আছে। দল হিসেবে বাংলাদেশ ভালো। হকিতে যে কোনো দল যে কোনো দিন জেগে উঠতে পারে। ভারত এশিয়া কাপ জিততেই বাংলাদেশে এসেছে এবং প্রতি ম্যাচেই সমান গুরুত্ব নিয়ে খেলবে।”