প্রতি ম্যাচেই আমার প্রমাণ দিতে হবে, প্রশ্ন রোনালদোর

সমালোচকদের কড়া জবাব দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদ তারকা বিস্ময় প্রকাশ করেছেন, প্রতি ম্যাচেই তাকে কেন নিজেকে প্রমাণ করতে হবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2017, 10:11 AM
Updated : 27 Sept 2017, 11:45 AM

বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে দলকে প্রথম জয় পাইয়ে দিতে জোড়া গোল করেন রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে মঙ্গলবার ৩-১ ব্যবধানের জয়ে প্রথমার্ধে গ্যারেথ বেলের গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল।

চ্যাম্পিয়ন্স লিগে দলের প্রথম ম্যাচেও জোড়া গোল করেছিলেন রোনালদো। তবে স্প্যানিশ ফুটবলে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর লা লিগায় দুই ম্যাচ খেললেও গোলের দেখা পাননি তিনি। তাতেই শুরু হয়ে যায় সমালোচনা। এত সমালোচনা শুনে ক্লান্ত হয়ে উঠেছেন চারবারের বর্ষসেরা ফুটবলার।

রিয়ালের হয়ে চারশতম ম্যাচ খেলার পর রোনালদো বলেন, "মনে হচ্ছে, আমি কে প্রতি ম্যাচেই তা দেখিয়ে যেতে হবে।"

"আমার ব্যাপারে মানুষ যা ভাবে তাতে আমি বিস্মিত। আমার সংখ্যাগুলোই এর জবাব দেয়। আমি একজন আদর্শ পেশাদার এবং সবসময় আমার চিন্তা-ভাবনা পরিষ্কার। কিন্তু সমালোচনা আরও খারাপ হচ্ছে।"

ডর্টমুন্ডের মাঠে প্রথম জয় পাওয়াকে স্পেনের সফলতম দল রিয়ালের অন্যতম অর্জন হিসেবে দেখছেন রোনালদো।

"ডর্টমুন্ডের মাঠে জয় কতটা চায় তা নিয়ে ম্যাচের আগে আমরা কথা বলেছিলাম। কোচ যা বলেছিলেন আমরা তাই করেছি। দল দুর্দান্ত খেলেছে, অনেক সুযোগ তৈরি করেছে। এখানে তিন গোল করা সহজ না। আমরা ভালো খেলেছি।"