ব্রাজিল দলে দানিলো, ফ্রেদ, দিয়েগো

বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচের জন্য ডিফেন্ডার দানিলো, মিডফিল্ডার ফ্রেদ ও দিয়েগো এবং স্ট্রাইকার দিয়েগো তারদেল্লিকে দলে নিয়েছেন ব্রাজিল কোচ তিতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2017, 05:57 AM
Updated : 16 Sept 2017, 05:57 AM

বাছাইপর্ব থেকে সবার আগে রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেওয়া ব্রাজিল আগামী মাসে বলিভিয়া ও চিলির বিপক্ষে খেলবে।

২০১৬ সালের মার্চ থেকে জাতীয় দলের বাইরে থাকা দানিলো তার ম্যানচেস্টার সিটি সতীর্থ এদেরসন, ফের্নান্দিনিয়ো ও গাব্রিয়েল জেসুসের সঙ্গে খেলার ডাক পেলেন।

লিভারপুলের দুই খেলোয়াড় ফিলিপে কৌতিনিয়ো ও রবের্তা ফিরমিনোও দলে আছেন।

আর ২০১৫ সালের কোপা আমেরিকার পর ডাক পেলেন শাখতার দোনেৎস্কের ফ্রেদ ও শাদং লুনেংয়ের দিয়োগা তারদেল্লি।

গ্রেমিও মিডফিল্ডার আর্তুর প্রথমবারের মতো দলে এসেছেন। আগের দুই ম্যাচের মতো এবারও জায়গা পাননি ইউভেন্তুসের উইঙ্গার দগলাস কস্তা ও চেলসির ডিভেন্ডার দাভিদ লুইস।

আগামী ৫ অক্টোবর বলিভিয়ায় খেলতে যাবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ১০ অক্টোবর সাও পাওলোতে তিতের দলের প্রতিপক্ষ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি।

দক্ষিণ আমেরিকা থেকে শীর্ষ চারটি দল সরাসরি রাশিয়া বিশ্বকাপে খেলবে। পঞ্চম স্থানের দলটিকে বিশ্বকাপের টিকেট পেতে খেলতে হবে ওশিয়ানিয়া অঞ্চলের শীর্ষ দল নিউ জিল্যান্ডের সঙ্গে।

ব্রাজিল দল:

গোলকিপার: আলিসন, কাসিও, এদেরসন।

ডিফেন্ডার: দানিলো, দানি আলভেস, ফিলিপে লুইস, মার্সেলো, মার্কিনিয়োস, মিরান্দা, চিয়াগো সিলভা, জেমেরসন।

মিডফিল্ডার: রেনাতো আউগুস্তো, কাসেমিরো, ফিলিপে কৌতিনিয়ো, ফের্নানদিনিয়ো, পাওলিনিয়ো, উইলিয়ান, আর্থুর, দিয়েগো, ফ্রেদ।

ফরোয়ার্ড: রবের্তো ফিরমিনো, গাব্রিয়েল জেসুস, নেইমার, দিয়েগো তারদেল্লি।