ইউরোপ থেকে সবার আগে বিশ্বকাপে বেলজিয়াম

স্বাগতিক রাশিয়ার পর ইউরোপের প্রথম দল হিসেবে ২০১৮ বিশ্বকাপ নিশ্চিত করেছে বেলজিয়াম।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2017, 06:41 AM
Updated : 4 Sept 2017, 06:41 AM

ইয়ান ভারটোনেন আর রোমেলু লুকাকুর গোলে ২-১ গোলে গ্রিসকে হারিয়েছে তারা।

‘এইচ’ গ্রুপে দুই ম্যাচ বাকি থাকতে দ্বিতীয় স্থানে থাকা বসনিয়া ও হার্জেগোভিনার চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে বেলজিয়াম।

এদিন জেকোর জোড়া গোলে জিব্রাল্টারকে ৪-০ গোলে হারিয়ে গ্রিসের চেয়ে ১ পয়েন্ট এগিয়ে থাকা বসনিয়া প্লে-অফের লড়াইয়ে আছে।

বেলজিয়ামের আগে রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করে ব্রাজিল, মেক্সিকো, ইরান ও জাপান।

‘বি’ গ্রুপে সুইজারল্যান্ড ৩-০ গোলে লাটভিয়াকে এবং পর্তুগাল ১-০ গোলে হাঙ্গেরিকে হারিয়েছে।

দুই রাউন্ড বাকি থাকতে পর্তুগালের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে সুইসরা।

বুলগেরিয়াকে ৩-১ গোলে গোলে হারিয়ে বিশ্বকাপের স্বপ্ন টিকিয়ে রেখেছে নেদারল্যান্ডস। ‘এ’ গ্রুপে তৃতীয় স্থানে থাকা ডাচদের পয়েন্ট ১৩।

লাক্সেমবার্গের সঙ্গে গোলশূন্য ড্র করা ফ্রান্স ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। বেলারুশকে ৪-০ গোলে হারানো সুইডেন পিছিয়ে আছে ১ পয়েন্ট।