'রদ্রিগেসের ভাগ্য জিদানের হাতে'
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jun 2017 07:13 PM BdST Updated: 04 Jun 2017 10:59 PM BdST
হামেস রদ্রিগেসকে ধরে রাখতে আগ্রহী ফ্লোরেন্তিনো পেরেস। তবে সান্তিয়াগো বের্নাবেউয়ে এই মিডফিল্ডারের থাকা না থাকা জিনেদিন জিদানের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদ সভাপতি।
Related Stories
রিয়াল ছাড়তে পারেন রদ্রিগেস- মৌসুমের শুরু থেকেই চলছে গুঞ্জন। অনেক দিন থেকে আরও বেশি ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করে আসছিলেন তিনি। শনিবার কার্ডিফে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তাকে দলে না রাখায় সে সম্ভাবনা আরও বাড়লো।
গত বছরের জানুয়ারিতে রাফায়েল বেনিতেসের জায়গায় জিনেদিন জিদান দায়িত্ব নেওয়ার পরই মূলত দলে অনিয়মিত হয়ে পড়েন রদ্রিগেস। এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ২০ ম্যাচে শুরুর একাদশে খেলার সুযোগ পেয়েছেন তিনি।
কলম্বিয়ার এই খেলোয়াড়কে কিনতে ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলান আগ্রহী বলে সংবাদ মাধ্যমের খবর। রিয়াল সভাপতি চান, সান্তিয়াগো বের্নাবেউয়েই থাকুক এই প্লেমেকার। তবে দল-বদল সংক্রান্ত সিদ্ধান্তগুলো কোচ জিদান নেবেন বলে জানালেন পেরেস।
"আমরা জিদানের সঙ্গে কথা বলবো, তিনি এই অর্কেস্ট্রার কন্ডাক্টর। এটা যদি আমার ওপর নির্ভর করতো, তাহলে প্রত্যেকেই দলে থাকতো। হামেস অবিশ্বাস্য একজন খেলোয়াড়, কিন্তু আপনার দলে যখন অনেক বেশি...।"
"আমি চাইবো সবাই থাকুক। আমরা কোচের সঙ্গে কথা বলবো। তিনিই ভবিষ্যতের সিদ্ধান্ত নেবেন।"
সর্বাধিক পঠিত
- লিটনের ধ্রুপদী সেঞ্চুরি, মুশফিকের মাস্টারক্লাস
- ঢাকায় গড়া ৬৩ বছর আগের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন
- ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটন-মুশফিকের সেঞ্চুরি ও রেকর্ড জুটি
- ডলারের বিপরীতে আরও কমল টাকার মান
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- দুঃস্বপ্নের শুরুর পর বাংলাদেশের স্বপ্নময় দিন
- লিটনকে জীবন দিয়ে আক্ষেপে পুড়ছে শ্রীলঙ্কা
- ১৯ ইউনিটের ৭ ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে স্কয়ারের আগুন
- বাংলাদেশে জ্বালানি তেল বেচতে চায় রাশিয়া