বাকুতে শুটিংয়ে বাকি-আতকিয়ার সোনা

আজারবাইজানের বাকুতে ইসলামি সলিডারিটি গেমসের ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত ইভেন্টে সোনা জিতেছেন আব্দুল্লাহ হেল বাকি-সৈয়দা আতকিয়া হাসান দিশা জুটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2017, 10:51 AM
Updated : 14 May 2017, 03:10 PM

শুটিং থেকে এই প্রতিযোগিতায় নিজেদের ইতিহাসে প্রথম সোনা জিতল বাংলাদেশ।

রোববার বাকু শুটিং সেন্টারে সোনার পদক নির্ধারণী ম্যাচে ইরানের জুটিকে ৫-১ পয়েন্টে হারায় বাকি-আতকিয়া জুটি।

বাছাইয়ে বাকি ২৫৮.৫ ও আতকিয়া ২৫৮.৩ স্কোর গড়েন। দুজন মিলে ৫১৬.৮ স্কোর গড়ে তৃতীয় হয়ে চূড়ান্ত পর্বে ওঠেন।

৫১৪.৭ স্কোর গড়ে বাছাইয়ে ষষ্ঠ হয়ে পদকের লড়াইয়ে উঠেছিলেন বাংলাদেশের রাব্বি হাসান মুন্না-মাহফুজা জান্নাত জুঁই জুটি।

এর আগে শনিবার বাংলাদেশকে ১০ মিটার এয়ার রাইফেল থেকে রুপা এনে দিয়েছিলেন তরুণ শুটার রাব্বি হাসান মুন্না।

ধৈর্য ধরার পুরস্কার পেয়ে খুশি বাকি। সলিডারিটি গেমসের সাফল্যকে ক্যারিয়ারের টার্নিং পয়েন্টও মনে করছেন এই শুটার।

“শেষ ৩-৪ বছরে ৩টি বিশ্বকাপসহ অনেকগুলো আন্তর্জাতিক গেমসে অংশ নিয়েছি। কিন্তু ২০১৬ এসএ গেমসে টিম ইভেন্টে রুপা ছাড়া আর কোনো পদক পাইনি। ফাইনালে গিয়েও শেষ হচ্ছিল না মনের মতো। কোচ শুধু একটা কথাই বলেছেন, ধৈর্য ধর; নিজের উপর আস্থা হারাইও না। বলতে পারেন কোচের কথাতেই বিশ্বাসটা ধরে রেখেছিলাম।”

“অনুভূতিটা আসলে বলে বোঝানো যাবে না। আমি মনে করি, এই পদক আমার ক্যারিয়ারে জন্য একটা টার্নিং পয়েন্ট হিসেবেই এসেছে। এখন আমার একটাই লক্ষ্য টোকিও অলিম্পিকে কোটা প্লেস অর্জন করা।”