বাকুতে শুটিংয়ে বাকি-আতকিয়ার সোনা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 May 2017 04:51 PM BdST Updated: 14 May 2017 09:10 PM BdST
আজারবাইজানের বাকুতে ইসলামি সলিডারিটি গেমসের ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত ইভেন্টে সোনা জিতেছেন আব্দুল্লাহ হেল বাকি-সৈয়দা আতকিয়া হাসান দিশা জুটি।
শুটিং থেকে এই প্রতিযোগিতায় নিজেদের ইতিহাসে প্রথম সোনা জিতল বাংলাদেশ।
রোববার বাকু শুটিং সেন্টারে সোনার পদক নির্ধারণী ম্যাচে ইরানের জুটিকে ৫-১ পয়েন্টে হারায় বাকি-আতকিয়া জুটি।
বাছাইয়ে বাকি ২৫৮.৫ ও আতকিয়া ২৫৮.৩ স্কোর গড়েন। দুজন মিলে ৫১৬.৮ স্কোর গড়ে তৃতীয় হয়ে চূড়ান্ত পর্বে ওঠেন।
৫১৪.৭ স্কোর গড়ে বাছাইয়ে ষষ্ঠ হয়ে পদকের লড়াইয়ে উঠেছিলেন বাংলাদেশের রাব্বি হাসান মুন্না-মাহফুজা জান্নাত জুঁই জুটি।
এর আগে শনিবার বাংলাদেশকে ১০ মিটার এয়ার রাইফেল থেকে রুপা এনে দিয়েছিলেন তরুণ শুটার রাব্বি হাসান মুন্না।

“শেষ ৩-৪ বছরে ৩টি বিশ্বকাপসহ অনেকগুলো আন্তর্জাতিক গেমসে অংশ নিয়েছি। কিন্তু ২০১৬ এসএ গেমসে টিম ইভেন্টে রুপা ছাড়া আর কোনো পদক পাইনি। ফাইনালে গিয়েও শেষ হচ্ছিল না মনের মতো। কোচ শুধু একটা কথাই বলেছেন, ধৈর্য ধর; নিজের উপর আস্থা হারাইও না। বলতে পারেন কোচের কথাতেই বিশ্বাসটা ধরে রেখেছিলাম।”
“অনুভূতিটা আসলে বলে বোঝানো যাবে না। আমি মনে করি, এই পদক আমার ক্যারিয়ারে জন্য একটা টার্নিং পয়েন্ট হিসেবেই এসেছে। এখন আমার একটাই লক্ষ্য টোকিও অলিম্পিকে কোটা প্লেস অর্জন করা।”
-
ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
-
পেশাদার বক্সিং: নেপালের ভারতকে হারিয়ে সেরা বাংলাদেশের আল আমিন
-
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে বার্সেলোনা
-
কাবরেরার ‘কনসেপ্ট’ একই, ‘টেকনিক’ ভিন্ন
-
বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
-
কাতার বিশ্বকাপে থাকছে নারী রেফারি
-
প্রস্তুতি ম্যাচে ইন্দোনেশিয়াকে হারাল বাংলাদেশ হকি দল
-
অস্ট্রেলিয়াকে উড়িয়ে কোরিয়ার কাছে হারল বাংলাদেশ
সর্বাধিক পঠিত
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ডলারের তেজ খানিকটা কমল
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার