৭১ দল নিয়ে হবে পাইওনিয়ার লিগ

পাইওনিয়ার লিগে এবার খেলবে ৭১টি দল। গতবার ৬০ দল নিয়ে হয়েছিল এই প্রতিযোগিতা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2017, 03:12 PM
Updated : 4 May 2017, 03:12 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, এবারের খেলা হবে পাঁচটি জোন ও পাঁচ ভেন্যুতে। গ্রুপ পর্ব পেরিয়ে আসা ২০ দল খেলবে সুপার লিগে।

অনূর্ধ্ব-১৬ বয়সী ফুটবলারদের এই প্রতিযোগিতায় ঢাকার দল ৪৭ এবং ঢাকার বাইরের ২৪ দল খেলবে।

মিরপুর গোলারটেক মাঠ, গেণ্ডারিয়ার ইস্ট অ্যান্ড ক্লাব, রাজউক সংলগ্ন আউটার মাঠ, বাসাবো ক্লাব মাঠ এবং টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়াম-এই পাঁচ ভেন্যুতে হবে খেলা।