এভারটনকে হারিয়ে শিরোপার আরেকটু কাছে চেলসি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Apr 2017 09:22 PM BdST Updated: 30 Apr 2017 11:54 PM BdST
প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধারের আরেকটু কাছে পৌঁছে গেছে চেলসি। এভারটনের মাঠে ৩-০ গোলে জিতেছে ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নরা।
রোববার স্থানীয় সময় বিকালে শুরু হওয়া ম্যাচে আন্তোনিও কোন্তের দল তিনটি গোলই পায় দ্বিতীয়ার্ধে। পেদ্রোর গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান গ্যারি ক্যাহিল। তৃতীয় গোলটি করেন উইলিয়ান।
ঘরের মাঠে এভারটনের শুরুটা হতে পারতো দুর্দান্ত। দ্বিতীয় মিনিটে ইংলিশ মিডফিল্ডার ডমিনিক কালভার্ট-লুইনের শট একজনের গায়ে লেগে গোলরক্ষক থিবো করতোয়ার আঙুল ছুঁয়ে পোস্টে লাগলে বেঁচে যায় চেলসি।
২২তম মিনিটে মাঝমাঠের কাছ থেকে ছুটে তিন জনকে পিছনে ফেলে ডি-বক্সে ঢুকে পড়েন নেমানিয়া মাতিচ। কিন্তু শেষে গোলরক্ষক বরাবর শট মেরে বসেন সার্বিয়ার এই মিডফিল্ডার। পরের মিনিটে এভারটনের স্ট্রাইকার রোমেলু লুকাকুর শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
শীর্ষে থাকা চেলসির গোলের অপেক্ষা শেষ হয় ৬৬তম মিনিটে। প্রায় ২০ গজ দূর থেকে জোরালো শটে দলকে এগিয়ে দেন স্পেনের ফরোয়ার্ড পেদ্রো।
৭৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে অতিথিরা। এডেন হ্যাজার্ডের নীচু ফ্রি-কিক গোলরক্ষক ফেরালেও ক্যাহিলের হাঁটুতে লেগে জালে ঢুকে যায়।
আর ৮৬তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে সব অনিশ্চয়তার ইতি টানেন উইলিয়ান। দিয়েগো কস্তার বাড়ানো বল ডি-বক্সে ঢুকে পড়া ফাব্রেগাসের কাটব্যাক থেকে লক্ষ্যভেদ করেন একটু আগেই বদলি নামা ব্রাজিলের এই মিডফিল্ডার।
এই জয়ের পর শীর্ষে থাকা চেলসির পয়েন্ট হলো ৩৪ ম্যাচে ৮১। শেষ চার ম্যাচের তিনটিতে জিতলেই আর কোনো হিসাব ছাড়াই চ্যাম্পিয়ন হবে তারা।
অন্য ম্যাচে মিডলসবরোর মাঠে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। ৩৪ ম্যাচে ৬৬ পয়েন্ট পেপ গুয়ার্দিওলার দলের।
দিনের প্রথম ম্যাচে সোয়ানসি সিটির সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৬৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে জোসে মরিনিয়োর দল।
-
নেদারল্যান্ডসের মালাসিয়াকে দলে টানল ইউনাইটেড
-
ফ্রি ট্রান্সফারে এসি মিলানে ওরিগি
-
এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
-
পিএসজির নতুন কোচ গালতিয়ে
-
ভাঙল পিএসজি-পচেত্তিনো জুটি
-
ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের আরেক ফুটবলার গ্রেপ্তার
-
সাবেক টটেনহ্যাম কোচ নুনো এবার সৌদি ক্লাবের দায়িত্বে
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- পিএসজির নতুন কোচ গালতিয়ে