'মেসি অদ্বিতীয়'

লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ আন্দ্রেস ইনিয়েস্তা। তার মতে, আর্জেন্টিনার তারকা এই ফরোয়ার্ড অদ্বিতীয় এবং ভবিষ্যতেও তার মতো কেউ আসবে না।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2017, 12:40 PM
Updated : 6 April 2017, 01:50 PM

মেসির বুদ্ধিদীপ্ত ও জাদুকরী ফুটবলে বার্সেলোনা সতীর্থরা এখনও প্রতিনিয়ত বিস্মিত হয় বলে জানান দলটির অধিনায়ক।

কাম্প নউয়ে বুধবার লা লিগার ম্যাচে সেভিয়ার বিপক্ষে বার্সেলোনার ৩-০ গোলের জয়ে জোড়া গোল করেন মেসি। লুইস সুয়ারেস করেন অপর গোলটি।

এই নিয়ে চলতি লা লিগায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল করা মেসির গোলসংখ্যা দাঁড়ালো ২৭টি, সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩টি। 

পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের প্রশংসায় বিন স্পোর্টসকে ইনিয়েস্তা বলেন, "সে (মেসি) অদ্বিতীয় খেলোয়াড়।" 

"তার মতো কেউ নেই এবং হবেও না। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, বছরের পর বছর কেটে যাচ্ছে এবং তার বিস্ময়কর ফুটবল খেলে যাচ্ছে। সে এখানে থাকায় ক্লাব (বার্সেলোনা) ভাগ্যবান।"

৩০ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৬৯। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।