প্রথমার্ধে স্বপ্নের মতো খেলেছে বার্সা: এনরিকে

আট মিনিটের মধ্যে তিন গোল! বিরতির আগেই ম্যাচ হাতের মুঠোয়। লুইস এনরিকের মতে, সেভিয়ার বিপক্ষে প্রথমার্ধে তার শিষ্যদের পারফরম্যান্স ছিল স্বপ্নের মতো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2017, 01:42 PM
Updated : 6 April 2017, 01:50 PM

বুধবার নিজেদের মাঠ কাম্প নউয়ে লা লিগার ম্যাচটিতে সেভিয়াকে ৩-০ গোলে হারায় বার্সেলোনা।

স্বাগতিকদের গোলের শুরুটা হয় লুইস সুয়ারেসকে দিয়ে। ম্যাচের ২৫তম মিনিটে উরুগুয়ের এই স্ট্রাইকারের গোলে এগিয়ে যায় এনরিকের দল। জ্বলে ওঠেন মেসি; পাঁচ মিনিটের ব্যবধানে করেন জোড়া গোল। ২৫ থেকে ৩৩, এই সময়ের মধ্যে স্কোরলাইন ৩-০ করে সহজ জয়ের দিকে এগিয়ে যায় বার্সেলোনা।

প্রথমার্ধে শিষ্যদের এমন দুর্দান্ত খেলায় মুগ্ধ এনরিকে। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, "সেভিয়ার কাছ থেকে ম্যাচ নিতে আমরা এমন প্রথমার্ধের স্বপ্নই দেখেছিলাম।" 

"কেবল গোল করার ক্ষেত্রেই নয়, সুযোগ তৈরির ক্ষেত্রেও তাদের সীমানার পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে আমরা সক্ষম হয়েছিলাম।"

"প্রতিপক্ষের বিচারে ও আমরা যেমন খেলেছি তাতে নিঃসন্দেহে এ মৌসুমে এটা আমাদের সেরা প্রথমার্ধের একটি।"

সেভিয়াকে হারিয়ে কিছুক্ষণের জন্য পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গিয়েছিল দলটি। পরের ম্যাচে অবশ্য লেগানেসকে হারিয়ে শীর্ষে ফেরে রিয়াল মাদ্রিদ। তবে এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের উপর চাপটা ধরে রাখে বার্সেলোনা।

৩০ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। তৃতীয় স্থানে থাকা আতলেতিকোর পয়েন্ট ৬১।