বার্সা হারায় খুশি রিয়াল অধিনায়ক

পিএসজির মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা বিধ্বস্ত হওয়ায় দারুণ খুশি রিয়াল মাদ্রিদ তারকা সের্হিও রামোস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2017, 10:37 AM
Updated : 16 Feb 2017, 12:35 PM

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার দুই পর্বের লড়াইয়ে প্রথম ধাপে পিএসজির কাছে ৪-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়ে গেছে বার্সেলোনা।

স্পেনের দুই ক্লাব রিয়াল ও বার্সেলোনার মধ্যে শত্রুতা অনেক দিনের পুরনো। শেষ ষোলোর প্রথম পর্বে লুইস এনরিকের দলের হারের পরদিন ঘরের মাঠে নাপোলিকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে ওঠার পথে এগিয়ে গেছে রিয়াল।

বুধবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে জয়ের পর এই প্রসঙ্গে বলেন রামোস।

" বার্সেলোনা হারায় আমি খুশি কিনা? আমি না বলব না। বন্ধুদের কষ্ট পেতে দেখতে আমার ভালো লাগে না, কিন্তু অবশ্যই আমি বার্সেলোনাকে জিততে দেখতে পছন্দ করি না।"

এত বড় ব্যবধান ঘুঁচিয়ে ফ্রান্সের দলটিকে পেছনে ফেলে সেরা আটে উঠতে হলে স্প্যানিশ চ্যাম্পিয়নদের ইতিহাস গড়তে হবে। এর আগে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে প্রথম লেগের চার গোলের ঘাটতি দ্বিতীয় লেগে কেউ পুষিয়ে নিতে পারেনি। বার্সেলোনার মাঠ কাম্প নউয়ে আগামী ৮ মার্চে হবে ফিরতি পর্ব।

আর ৭ মার্চ নাপোলির মাঠে ফিরতি লেগ খেলবে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল।