'আর্জেন্টিনার দল নির্বাচনে মেসির প্রভাব নেই'

আর্জেন্টিনা দলে লিওনেল মেসি তার বন্ধুদের জায়গা দেন বলে সমালোচনা করছেন অনেকে। কোচ এদগার্দো বাউসা এসব উড়িয়ে দিয়ে জানিয়েছেন, দল নির্বাচনে অধিনায়কের কোনো ভূমিকা নেই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2016, 08:53 AM
Updated : 22 Nov 2016, 08:54 AM

বিশ্বকাপ বাছাইপর্বে গত সপ্তাহে কলম্বিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে ফ্রি-কিক থেকে অসাধারণ একটি গোল করেন মেসি।

সেই ম্যাচের আর্জেন্টিনা দল থেকে বাদ পড়েছিলেন ফরোয়ার্ড এসেকিয়েল লাভেস্সি। এক সাংবাদিক সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে লিখেলিছেন, অনুশীলনের ফাঁকে গাঁজা সেবন করার জন্য লাভেস্সিকে দলের বাইরে রাখা হয়েছিল।

এর প্রতিবাদে কলম্বিয়ার বিপক্ষে জয়ের পরের সংবাদ সম্মেলনে মেসি ঘোষণা দেন, সাংবাদিকদের সঙ্গে আর্জেন্টিনার খেলোয়াড়রা আর কথা বলবে না।

সম্প্রতি মেসিকে নিয়ে উঠা সমালোচনার বিষয়ে বাউসা বলেন, "তারা বলে যে মেসি আর্জেন্টিনা দলে তার বন্ধুদের নেয়। এটা সম্পূর্ণ মিথ্যা।"

"এটা সংবাদমাধ্যমের তৈরি।"