আর্জেন্টিনাকে একতাবদ্ধ থাকার আহবান মেসির

ব্রাজিলের কাছে হারে সব কিছু শেষ হয়ে যায়নি - আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি দলকে এই বার্তাই দিয়েছেন। নেইমারদের কাছে উড়ে যাওয়ার পর সতীর্থদের সংঘবদ্ধ থাকার আহবান জানিয়েছেন তারকা এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2016, 06:49 AM
Updated : 11 Nov 2016, 10:24 AM

ফিলিপে কৌতিনিয়ো, নেইমার ও পাওলিনিয়োর গোলে বেলো হরিজন্তের মিনেইরাও স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৩-০ ব্যবধানে হারায় ব্রাজিল। এ নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে টানা চার ম্যাচ জয়হীন থাকল আর্জেন্টিনা। 

ম্যাচ শেষে মেসি বলেন, “আমরা এই ফল আশা করিনি। প্রথম গোলের আগে পর্যন্ত ম্যাচটি সমানে সমান ছিল, আমরা ভালো খেলছিলাম।”

“আমাদের শক্তিশালী হতে হবে আর এই পরিস্থিতি থেকে বের হতে হবে। আজ আমাদের অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি একতাবদ্ধ হতে হবে। আমরা সবাই একই জিনিস চাই: বিশ্বকাপে জায়গা করে নেওয়া।”

এই হারের পর ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে আর্জেন্টিনা। তিতে দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে টানা ৫ ম্যাচ জেতা ব্রাজিল ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

মেসি অবশ্য ব্রাজিলের কাছে হেরে যাওয়া নিয়ে না ভেবে কলম্বিয়া ম্যাচে মনোযোগ দিতে চান। 

“আমাদের এখন কলম্বিয়া নিয়ে ভাবতে হবে আর যে ভুলগুলো আমরা করে আসছি তার পুনরাবৃত্তি করা যাবে না।”

“এই সব খারাপের মধ্যে ভালো বিষয় এই যে (বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার ক্ষেত্রে) আমরা আমাদের উপরই নির্ভরশীল, কিন্তু আমরা আর পয়েন্ট হারাতে পারব না।”

দেশের মাটিতে বাংলাদেশ সময় আগামী বুধবার ভোর সাড়ে ৫টায় কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।