স্পেনের জয়, নেদারল্যান্ডসের হার

নতুন কোচ হুলেন লোপেতেগির অধীনে শুভসূচনা করেছে স্পেন। বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে নামার আগে ফিফা র‌্যাংকিংয়ের দুই নম্বর দল বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2016, 10:10 PM
Updated : 2 Sept 2016, 12:30 PM

আরেক প্রীতি ম্যাচে এগিয়ে গিয়েও গ্রিসের কাছে শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে গেছে নেদারল্যান্ডস।

বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের মাঠে এ ম্যাচে স্পেনের পক্ষে দুই অর্ধে একটি করে গোল করেন দাভিদ সিলভা।

বেলজিয়ামের ব্রাসেলসে ৩৪তম মিনিটে এগিয়ে যায় স্পেন। দ্রুত আক্রমণে যাওয়া ভিতোলোর শেষ মুহূর্তে বাড়নো বল দিয়েগো কস্তার পা হয়ে পেয়ে যান সিলভা, গতিময় শটে লক্ষ্যভেদ করেন ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার।

৬২তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন সিলভা। বক্সের মধ্যে স্পেনের ভিতোলোকে জর্দান লুকাকু ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

এদিকে আইন্দহোভেনে চতুর্দশ মিনিটে জর্জিনিয়োর গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ২৯তম মিনিটে কনস্তান্তিয়াস মিত্রোগলু গ্রিসকে সমতায় ফেরান। ৭৪তম মিনিটে জিয়ান্নিসের গোলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে গ্রিস।