তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া।
আরেক প্রীতি ম্যাচে এগিয়ে গিয়েও গ্রিসের কাছে শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে গেছে নেদারল্যান্ডস।
বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের মাঠে এ ম্যাচে স্পেনের পক্ষে দুই অর্ধে একটি করে গোল করেন দাভিদ সিলভা।
বেলজিয়ামের ব্রাসেলসে ৩৪তম মিনিটে এগিয়ে যায় স্পেন। দ্রুত আক্রমণে যাওয়া ভিতোলোর শেষ মুহূর্তে বাড়নো বল দিয়েগো কস্তার পা হয়ে পেয়ে যান সিলভা, গতিময় শটে লক্ষ্যভেদ করেন ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার।
এদিকে আইন্দহোভেনে চতুর্দশ মিনিটে জর্জিনিয়োর গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ২৯তম মিনিটে কনস্তান্তিয়াস মিত্রোগলু গ্রিসকে সমতায় ফেরান। ৭৪তম মিনিটে জিয়ান্নিসের গোলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে গ্রিস।