ফ্রান্স-ইতালি ম্যাচে ‘ফুটবল ইতিহাস’

ফ্রান্স ও ইতালির মধ্যে প্রীতি ম্যাচে সফলভাবে ভিডিও রিপ্লে ব্যবহারের মাধ্যমে ‘ফুটবল ইতিহাস’ রচিত হয়েছে বলে দাবি করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2016, 10:35 AM
Updated : 2 Sept 2016, 12:30 PM

ইতালির বারিতে গত বৃহস্পতিবার রাতে অঁতনি মার্সিয়াল, অলিভিয়ে জিরুদ ও লেইভিন কুরজাভার গোলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইউরোর রানার্সআপ ফ্রান্স।

ম্যাচটির বড় বিষয় ছিল মাঠের বাইরে ভিডিও রিপ্লের পরীক্ষামূলক ব্যবহার। দানিয়েলে দে রস্সির একটি হেডের পর ইতালির খেলোয়াড়রা দাবি করেছিল বক্সের মধ্যে বল কুরজাভার হাতে লেগেছে। বিষয়টি নিশ্চিত হতে ভিডিও রিপ্লে ব্যবহার করা হয়।

ইনফান্তিনো রাই টিভিকে জানান, সিদ্ধান্তের জন্য মাঠের রেফারি খেলা বন্ধ রেখেছিল এবং সেই সময়ে বাইরের দুই রেফারি যাচাই করে দেখে যে পেনাল্টি ছিল কিনা।

“আমরা এখানে ফুটবল ইতিহাস দেখেছি। আমরা এখন ২০১৬ সালে আছি তাই চেষ্টা করে দেখার সময় এটা। অবশ্যই আমরা সামনে আসা সব সমস্যার সমাধান করতে পারব না কিন্তু দেখি খেলার খুব বেশি বিঘ্ন না ঘটিয়ে রেফারিদের আমরা গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে সহায়তা করতে পারি কিনা।”