সুইডেনের কাছে হেরে স্বপ্ন ভাঙল ব্রাজিলের মেয়েদের

সুইডেনের কাছে টাইব্রেকারে হেরে নিজেদের দেশে অলিম্পিক ফুটবলের সোনা জেতার স্বপ্ন গুঁড়িয়ে গেছে ব্রাজিলের মেয়েদের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2016, 08:14 AM
Updated : 17 August 2016, 08:14 AM

রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে সেমি-ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য ড্র হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর তাতে ব্রাজিলের মেয়েদের ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠে সুইডেন। 

ফাইনালে সুইডেনের প্রতিপক্ষ জার্মানি। মঙ্গলবার কানাডাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে তারা। 

ভালো ফুটবলও উপহার দিয়েও হেরে যাওয়ায় হতাশ দেশটির সেরা নারী ফুটবলার ও অধিনায়ক মার্তা। 

“আমাদের সুযোগের অভাব ছিল না। শুধু বল (সুইডেনের জালের) ভেতরে যায়নি।”

সুইডেনের গোলে ৩৩টি শট নেয় ব্রাজিলের মেয়েরা, বিপরীতে সুইডেন গোলে শট নিতে পারে ছয়টি।