অলিম্পিক রেকর্ড করলেন ‘উজবেকিস্তানের গর্ব’

অলিম্পিকের রেকর্ড গড়ে ভারোত্তোলনের পুরুষ ১০৫ কেজি ওজনশ্রেণির সোনা জিতেছেন ‘উজবেকিস্তানের গর্ব’ খেতাব পাওয়া রুসলান নুরুদিনোভ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2016, 07:03 AM
Updated : 16 August 2016, 07:03 AM
রিও দে জেনেইরো অলিম্পিকের দশম দিনে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ৪৩১ কেজি ওজন তোলেন ২৩ বছর বয়সী রাসলান।

২০১৩ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপ, বিশ্বচ্যাম্পিয়নশিপ ও ইউনিভার্সিটি গেমসে সোনা জেতেন রাসলান। পান ‘প্রাইড অব উজবেকিস্তান’ খেতাব।

স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ৪১৭ কেজি তুলে রুপা জিতেছেন আর্মেনিয়ার সিমোন মার্তিরোসিয়ান। ১৯ বছর বয়সী এই ভারোত্তোলকই দেশকে রিও অলিম্পিকের প্রথম পদক এনে দিয়েছেন।

সোনার পদক না জিতেও তাই মার্তিরোসিয়ান ‘বিশ্বের সবচেয়ে সুখী মানুষ।”