চোট নিয়েই ইংল্যান্ড দলে যোগ দিচ্ছেন কেইন

তবে ব্রাজিল ও বেলজিয়ামের বিপক্ষে প্রীতি ম্যাচে এই তারকার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2024, 04:23 PM
Updated : 17 March 2024, 04:23 PM

বুন্ডেসলিগায় ডার্মস্টাডের বিপক্ষে ম্যাচে অ্যাঙ্কেলে চোট পেয়েছেন বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার হ্যারি কেইন। তারপরও অবশ্য জাতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন ইংল্যান্ড অধিনায়ক। 

ডার্মস্টাডের বিপক্ষে শনিবার দলের ৫-২ গোলে জয়ের ম্যাচের শেষ দিকে গোলপোস্টের সঙ্গে বেকায়দায় ধাক্কা খান কেইন। এরপর তুলে নেওয়া হয় তাকে। 

ওই ম্যাচে প্রথমার্ধে জালে বল পাঠিয়ে বুন্ডেসলিগায় অভিষেক মৌসুমে জার্মান গ্রেট উয়ে জিলারের ৩০ গোলের রেকর্ড ভেঙে দেন কেইন, আসরে যা তার ৩১তম গোল। 

পরদিন ৩০ বছর বয়সী তারকার অ্যাঙ্কেলে চোটের কথা জানায় বায়ার্ন। তবে চোটের ধরন নিয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। এখন ইংল্যান্ড দলের সঙ্গে চিকিৎসা চালিয়ে যাবেন তিনি। 

দলে যোগ দিলেও ব্রাজিল ও বেলজিয়ামের বিপক্ষে প্রীতি ম্যাচে কেইনের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। 

আগামী শনিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ব্রাজিলের মুখোমুখি হবে ইংল্যান্ড। তিন দিন পর একই মাঠে বেলজিয়ামের বিপক্ষে খেলবে তারা। ২০২৪ ইউরোর আগে আর কোনো ম্যাচ নেই ইংল্যান্ডের।