সৌদি লিগে ৪৮ ম্যাচে ৫০ গোল হয়ে গেল পর্তুগিজ তারকার, কিন্তু আল নাস্রের জন্য ম্যাচটি শেষ হলো হতাশা নিয়ে।
Published : 23 Aug 2024, 11:27 AM
গত মৌসুমে লিগে রেকর্ড গড়া ক্রিস্তিয়ানো রোনালদো নতুন মৌসুমও শুরু করলেন গোল দিয়ে। তাতে দারুণ এক মাইলফলকও পূর্ণ হলো তার। তবে ম্যাচটি শেষ পর্যন্ত তার ও দলের জন্য শেষ হলো হতাশা নিয়ে। রোনালদো আরও একবার বল জালে পাঠালেও গোল পেলেন না। একদম শেষ সময়ে এক পেনাল্টির দাবি জানিয়েও পেলেন না তারা। আল নাস্র লিগ শুরু করল পয়েন্ট হারিয়ে।
সৌদি প্রো লিগে মৌসুমের প্রথম ম্যাচে বৃহস্পতিবার আল রাইদের সঙ্গে ১-১ গোলে ড্র করে রোনালদোর আল নাস্র।
গত মৌসুমে লিগে ৩৫ গোল করে রেকর্ড গড়েছিলেন রোনালদো। নতুন মৌসুমের প্রথম ম্যাচেই জালের দেখা পান তিনি ৩৪তম মিনিটে। সাদিও মানের ক্রস থেকে দুই ডিফেন্ডারের সামনে থেকে কাছ থেকেও অনেকটা লাফিয়ে জোরাল হেডে গোল করেন তিনি।
সৌদি প্রো লিগে রোনালদোর ৫০তম গোল এটি। ৪৮ ম্যাচ খেলে এই হাফ সেঞ্চুরি ছুঁয়ে ফেললেন তিনি।
দ্বিতীয়ার্ধে চতুর্থ মিনিটেই অবশ্য সেই গোল শোধ করে দেয় আল রাইদ।
৭৫তম মিনিটে কাছ থেকে গড়ানো শটে আবার বল জালে পাঠিয়ে উদযাপনে মেতে ওঠেন রোনালদো। তবে দীর্ঘ সময় ভিএআর দেখে শেষ পর্যন্ত অফসাইডের কারণে গোল দেননি রেফারি। রোনালদোর হাতের সামান্য একটু অংশ ছিল অফসাইডে।
এরপর ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে সাদিও মানের শট লাগে বক্সের ভেতর প্রতিপক্ষ ডিফেন্ডারের হাতে। পেনাল্টির জোর দাবি জানান রোনালদোরা। কিন্তু এবার ভিএআর দেখে পেনাল্টি দেননি রেফারি। ম্যাচ শেষ হয় সমতায়।