ইংলিশ ফুটবল
আর্লিং হলান্ডের চোট গুরুতর নয় বলে জানিয়েছেন পেপ গুয়ার্দিওলা।
Published : 16 Feb 2025, 08:04 PM
চোট পেয়ে যখন মাঠ ছাড়লেন আর্লিং হলান্ড, তখন থেকেই উঁকি দিতে শুরু করে একটি প্রশ্ন। চ্যাম্পিয়ন্স লিগে প্লে-অফের দ্বিতীয় লেগে খেলতে পারবেন তো ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার? রেয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে তাকে পাওয়ার ব্যাপারে অবশ্য আশাবাদী ইংলিশ ক্লাবটির কোচ পেপ গুয়ার্দিওলা।
নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে হাঁটুতে চোট পান হলান্ড। ৮৮ মিনিটে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি। লিগ কাপের ফাইনালিস্টদের বিপক্ষে ৪-০ গোলে জেতে সিটি।
হাঁটুর ব্যথায় হলান্ড মাঠে বসে পড়লে কিছুটা ভয় পেয়েছিলেন গুয়ার্দিওলা। তবে শেষ পর্যন্ত নরওয়ের তারকা পায়ে হেঁটে হাসি মুখে মাঠ ছাড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সিটি কোচ।
এমনিতেই সময়টা ভালো যাচ্ছে না সিটির। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের প্রথম লেগে ঘরের মাঠে ৩-২ গোলে হেরে গেছে তারা। শেষ ষোলোয় জায়গা করে নিতে সান্তিয়াগো বের্নাবেউয়ে জয়ের বিকল্প নেই তাদের। এমন লড়াইয়ে হলান্ডকে না পাওয়া সিটির জন্য হতে পারে বড় ধাক্কা।
তবে তেমন কোনো শঙ্কা আপাতত নেই বলেই জানালেন গুয়ার্দিওলা। আগামী বুধবার রেয়ালের বিপক্ষে দলের গত কয়েক বছরের সেরা গোলদাতাকে ফিট অবস্থায় পাওয়ার আশা করছেন কোচ।
“সে যখন বসে পড়ল, তখন সবাই ভয় পেয়ে গিয়েছিল। তবে হাসি মুখেই সে মাঠ ছাড়ে এবং চিকিৎসকরাও আমাকে দুঃসংবাদ দেয়নি। আশা করি, সে ভালো আছে।”
“'আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলিনি। হয়তো যতটা খারাপ হতে পারত, ততটা হয়নি।”
নিউক্যাসলের বিপক্ষে সিটিকে নেতৃত্ব দেন হলান্ড, ইংলিশ ক্লাবটির হয়ে যা তার প্রথম অভিজ্ঞতা। গুয়ার্দিওলা জানালেন হলান্ডকে এই দায়িত্ব দেওয়ার কারণ।
“যখন কাইল (ওয়াকার) চলে গেল, কেভিন (ডে ব্রুইনে) প্রথম (অধিনায়ক) হয়ে গেল, এরপর আমি আর্লিংকে দায়িত্বটি দেই। সে এখানে ১০ বছর থাকবে। তাই আজ হোক বা কাল তাকে দায়িত্ব নিতেই হবে।”